Logo
শিরোনাম :
যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার কারাগারে রাঙামাটি জেলা আ’লীগের সভাপতি দীপংকর তালুকদার গ্রেফতার পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তির নামে অশান্তি চুক্তি চাই না রাঙ্গামাটিতে অপারেশন ডেভিল হান্টে আটক ৮জনের জামিন না মন্জুর : কারাগারে প্রেরণ। রাঙ্গামাটিতে দিনব্যাপী তথ্য মেলা ও হাফ ম্যারাথন অনুষ্ঠিত। রাবিপ্রবিতে শেষ হলো দুইদিন ব্যাপী এগ্রি ট্যুরিজম বিষয়ক প্রোগ্রাম ১০ ফেব্রুয়ারী মুফতী ফয়জুল করীম চরমোনাই আসছেন রাঙ্গামাটিতে লংগদুতে জেলা প্রশাসকের গণঅভ্যুত্থানে আহতদের আর্থিক অনুদান প্রদান শয়তান বধ ; শয়তান শিকার সবকিছুই রুটিন ওয়ার্ক!! রাঙ্গামাটির ক্রিকেটে ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড গড়ল শহীদ আবদুল আলী একাডেমি :স্কুল ক্রিকেটে চ্যা‌ম্পিয়ন

নালিতাবাড়ীতে সংবাদ সম্মেলনে ০২০ এর বিরুদ্ধে পরিবহন সেক্টরে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ

আমিরুল ইসলাম(গিরি সংবাদ)শেরপুর / ২৭ বার দেখা হয়েছে
শেষ আপডেট : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

শেরপুর জেলা পণ্য পরিবহন সেক্টরে রেজি: নং ময়মন-০২০ কর্তৃক কিছু লোক বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন জেলা ট্রাক, মিনিট্রাক, ড্রামট্রাক, ট্যাংকলড়ি ও কভারভ্যান চালক শ্রমিক ইউনিয়ন। 
অভিযোগে বলা হয়, শেরপুর জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ি ও কভারভ্যান চালক শ্রমিক ইউনিয়ন ৩২৭৭ এর সাংগঠনিক কর্মকাণ্ডের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভূয়া তথ্য দিয়ে রেজি: নং ০২০ এর কিছু লোক বিশৃঙ্খলা সৃষ্টি ও ৩২৭৭ এর শ্রমিকদের নানা হুমকি দিচ্ছেন। যা নালিতাবাড়ির শ্রমিকদের মাঝে  আতংক বিরাজ করছে। ইতিমধ্যে ময়মন-০২০ কিছু শ্রমিক ও দলীয় কিছু লোক সংগঠনের ভিতরে ঢুকে  নালিতাবাড়ীকে অশান্ত করার পায়তারা করছেন। ইতিমধ্যে ৩২৭৭ এর একাধিক শ্রমিকদের উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর জখম করেছেন। তারা এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 
আরো অভিযোগ, ময়মন-০২০ কর্তৃক ৩২৭৭ এর কোন শ্রমিক হামলার স্বীকার হন এর  দায়ভার তাদেরকেই নিতে হবে। নালিতাবাড়ীতে ৩২৭৭ এর কোন শ্রমিকের গাড়ি আটকানো হলে নকলা, শ্রীবরদী, ঝিনাইগাতী ও শেরপুর শহরে -০২০ কোন শ্রমিক ও তাদের গাড়ি ঢুকতে দেয়া হবেনা। ৩২৭৭ শ্রমিকরা এখনও ভদ্রতার পরিচয় দিচ্ছেন কোন ধরনের সংঘাতে লিপ্ত হচ্ছেন না তারপরও যদি -০২০ শ্রমিকরা আবারও হামলা, মামলা ও হুমকি দেন তাহলে ৩২৭৭ শ্রমিক নেতারা তা ছাড় দেবেনা। প্রয়োজনে পরিবহন সেক্টরে কর্মবিরতি দিয়ে আন্দোলনে ঘোষনা করা হবে। 
উল্লেখ্য- গত ১৬ জানুয়ারি রেজি: নং ময়মন -০২০ কর্তৃক ৩২৭৭ শ্রমিক সংগঠনের বিরুদ্ধে নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন। এরই প্রতিবাদে ১৭ জানুয়ারি রাতে প্রেসক্লাব নালিতাবাড়ীর কনফারেন্স হলে আরেকটি সংবাদ সম্মেলন করেন ৩২৭৭ এর জেলা নেতৃবৃন্দরা। সম্প্রতি দু’পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আহত হয়েছে উভয় পক্ষের কমপক্ষে ৪ জন। বর্তমানে সেখানে উত্তেজনা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ
Theme Created By Web Themes BD.Com