রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সোমবার ৩০ ডিসেম্বর রাঙামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুঃ সাইফুল ইসলামের বদলিজনিত এবং সংরক্ষিত পুলিশ পরিদর্শক মো.শাহ আলমের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা পুলিশের পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন। অনুষ্ঠানে পুলিশ সুপারসহ উপস্থিত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিদায়ী পুলিশ কর্মকর্তাগণের সাথে কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যতের জন্য উত্তরোত্তর সফলতা কামনা করেন। এসময় পুলিশ সুপার রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ কর্মকর্তাগণকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন। অনুষ্ঠানে রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।