বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি তথা বিএসসি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক,গিরি টিভির ব্যস্থাপনা সম্পাদক সাংবাদিক সোহাগ আরেফিনের বাবা,সাবেক নৌ কর্মকর্তা আতিকুর রহমান (৮৫) গতরাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে) চট্টগ্রামে তাঁর নিজ বাসভবনে (হালিশহর বি ব্লক,রোড নং ০২,লাইন নং ১৬,বাসা নং ০৯/১১) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
সাংবাদিক সোহাগ আরেফিনের বাবার নামাজে জানাজা আজ ২৩ ডিসেম্বর সোমবার বাদ যোহর বি ব্লকের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা নামাজ করা হয় বলে তাঁর পারিবারিক সূত্র জানিয়েছে।
অনুষ্ঠিত সাবেক এই নৌ কর্মকর্তার জানাজায় শত শত সকলস্থরের ধর্মপ্রাণ মুসলমান,নিকট আত্বীয় এবং এলাকাবাসী অংশ গ্রহণ করে মরহুমে রুহের মাগফেরাত কামনা করেন।
এদিকে সাংবাদিক নেতা সোহাগ আরেফিনের বাবার মৃত্যুতে বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি তথা বিএসসি’র পক্ষ থেকে এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। তাছাড়া গিরি সংবাদ এন্টারটেইনমেন্ট পরিবার-গিরি টিভি ও দৈনিক গিরি সংবাদ পক্ষে গভীর শোক এবং এ অবসর নৌ-কর্মকর্তার বিদেহী আত্বার মাগফেরাত ও আত্মার শান্তি কামনা করা হয় রব্বে করিমের পাক দরবারে, শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।#