অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইহুদিবাদী ইসরাইল আংশিকভাবে সেনা প্রত্যাহার করেছে বলে খবর দিয়েছে মার্কিন গণমাধ্যম পলিটিকো। পত্রিকাটি বলেছে, আমেরিকার কথা শুনে ইসরাইল এই সিদ্ধান্ত নিয়েছে। ইসরাইলের সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে ওয়াশিংটন যুদ্ধের তীব্রতা কমিয়ে আনার ইঙ্গিত বলে বিবেচনা করছে।
পলিটিকো বলছে, ওয়াশিংটন অনেক আগে থেকেই গাজা উপত্যকায় ইসরাইল হামলার তীব্রতা কমানোর জন্য আহ্বান জানিয়ে আসছিল। গত সপ্তাহের শেষের দিকে দখলদার ইসরাইলি বাহিনী জানিয়েছিল যে, তারা গাজা থেকে অন্তত ৫ ব্রিগেড সেনা প্রত্যাহারের পরিকল্পনা করছে।
ওয়াশিংটন মনে করছে, ইসরাইল শেষ পর্যন্ত গাজার ওপর ব্যাপক ভিত্তিক বোমা হামলা থেকে সরে আসতে যাচ্ছে এবং তারা হামাসের শীর্ষ পর্যায়ের নেতাদের হত্যার পরিকল্পনা বাস্তবায়নের কৌশল গ্রহণ করেছে।
বাইডেন প্রশাসনের একজন কর্মকর্তা পলিটিকোকে বলেছেন, ইসরাইলের এই সিদ্ধান্তে তারা খুশি তবে এটা আরো আগে হওয়া উচিত ছিল। সুত্র: পার্সটুডে
Leave a Reply