Logo
শিরোনাম :
রাঙ্গামাটির মানিকছড়িতে যৌথ উদ্যোগে ঈদ উপহার বিতরণ আসছে ঈদের ছুটি হতে পারে ৯ দিন পার্বত্য উদ্যোক্তাদের পাশে থাকবো- অঙ্গিকার বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার রাঙ্গামাটিতে ২০০ পাহাড়বাসীর মাঝে সেনাবাহিনীর ইফতার ও ঈদ শুভেচ্ছা সামগ্রী বিতরণ দলবাজ সাংবাদিক যখন পল্টিবাজির ওস্তাদ ! বাফুফে, বিসিবি সদস্যদের নিয়ে বরিশাল স্পোর্টিং ক্লাবের ইফতার দোয়া-মাহফিল অনুষ্ঠিত। কাপ্তাই হ্রদে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাঙামাটিতে ১৫ মার্চ,ভিটামিন ”এ” ক্যাপসুল পাবে ৮৫ হাজার শিশু সাজেকে আগুনে ক্ষতিগ্রস্ত স্থানীয় লুসাই ও ত্রিপুরা পরিবারের পাশে – বিজিবি নালিতাবাড়ীতে চেক ছিনতাই ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাঙ্গামাটিতে ‘পর্যটন বিকাশে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত : সাংবাদিক মকছুদ আহমেদকে ‘রত্ন সাংবাদিক’ উপাধি দিলো বিএসসি

রাঙামাটি প্রতিনিধি ( গিরি সংবাদ) / ২০০ বার দেখা হয়েছে
শেষ আপডেট : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক(গিরি সংবাদ)সাং

বাদিকদের অধিকার নিয়ে কাজ করা ‘বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি’ তথা ‘বিএসসি’র উদ্যোগে পর্যটন নগরী খ্যাত রাঙামাটিতে শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ‘পর্যটন বিকাশে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটির ‘গ্রীণ ক্যাসেল’ হোটেলের হলরুমে অনুষ্ঠিত ওই সেমিনারে সভাপতিত্ব করেন ‘বিএসসি’র উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক রূপালী সৈকতের সম্পাদক ফজুলল কাদের চৌধুরী। প্রায় তিনঘন্টা ধরে চলা ওই সেমিনারের শুরুতেই একটানা ৫৫ বছর ধরে দৈনিক ইত্তেফাকে কর্মরত, স্থানীয় দৈনিক গিরি দর্পন’-এর সম্পাদক রাঙামাটির প্রবীণ সাংবাদিক একেএম মকছুদ আহমেদকে বিএসসি’র পক্ষ থেকে এক নান্দনিক আয়োজনে ‘রত্ন সাংবাদিক’ উপাধি প্রদান করে তাকে ‘সংবর্ধনা’ দেওয়া হয়।

না ও সুপারিশ প্রণয়ন এসময় তুমুল করতালির মধ্য দিয়ে অনুষ্ঠানের সভাপতি তাঁকে একটি উত্তরীয় পরিয়ে দেন। পাশাপাশি তাঁর হাতে একটি আকর্ষণীয় সম্মাননা স্মারক’ তুলে দেওয়া হয়। পরে বিএসসি’র উদ্যোগে তাঁকে এই প্রথম ‘রত্ন সাংবাদিক’ খেতাবে ভূষিত করে সংবর্ধনা দেওয়ার কারণ উল্লেখ পূর্বক একটি অসাধারণ ‘ঘোষণাপত্র’ পাঠ করা হয়। এ সময় মঞ্চে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোষণাপত্রের রচয়িতা, বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)’র প্রধান উপদেষ্টা স্বর্ণপদক প্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমন, রাঙামাটির পুলিশ সুপার (ট্যুরিষ্ট পুলিশ) আদনান তাইয়ান, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মা, দ্য ডেইলি কমার্শিয়ার টাইমস সম্পাদক লায়ন সুজিত দাশ ও দৈনিক আলোকিত চট্টগ্রাম সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ আকবরী প্রমুখ, দৈনিক অগ্রসর নির্বাহী সম্পাদক কামাল পারভেজ। বিএসসি’র ‘যুগ্ম আহ্বায়ক প্রথম আলোর সাবেক সাংবাদিক বর্তমানে প্রতিদিনের বাংলাদেশে কর্মরত সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপুর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত: বক্তব্য রাখেন বৈশাখী টিভির রাঙামাটি প্রতিনিধি, বিএসসির অন্যতম যুগ্ম আহ্বায়ক সেমিনারের সমন্বয়ক মুহাম্মদ কামাল উদ্দিন। সাংবাদিক জগতের উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক একেএম মকছুদ আহমেদকে সংবর্ধনা দেওয়ার পর ‘পর্যটন বিকাশে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। তিনঘন্টা ধরে চলা ওই সেমিনারে বক্তব্য রাখেন স্থানীয় পর্যটন উদ্যোক্তা অনলবর্ষী বক্তা বাদশা ফয়সাল, রাঙামাটিতে কর্মরত বাংলাভিশনের জেলা প্রতিনিধি নন্দন দেবনাথ, দৈনিক বাংলা বাজার পত্রিকার জেলা প্রতিনিধি শান্তিময় চাকমা, চ্যানেল news24 ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি ফাতেমা জান্নাত মুমু, চ্যানে আই ও বাসস প্রতিনিধি মনসুর আহমেদ, জনকন্ঠ বান্দরবন প্রতিনিধি আব্দুর রহিম, নাইক্ষংছড়ি প্রেসক্লাবের সভাপতি আবদুর রশিদ, বিএসসি’র দুই যুগ্ম আহ্বায়ক সোহাগ আরেফিন ও হায়দার হোসেন, সদস্য নাছির উদ্দিন পল্লব, আবদুল আহাদ, গিয়াস উদ্দিন আহমেদ প্রমুখ। বক্তারা তাঁদের দীর্ঘ বক্তব্যে রাঙামাটিতে পর্যটন বিকাশে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও পর্যটকদের নিরাপত্তা বিধানসহ বেশ কিছু সময়োপযোগী সুপারিশমালা’ খোলামেলাভাবে তুলে ধরেন। সেমিনারশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। এর আগে এক প্রতিক্রিয়ায় ‘রত্ন সাংবাদিক’ উপাধিপ্রাপ্ত অনুষ্ঠানের প্রধান অতিথি একেএম মকছুদ আহমেদ বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)’র নেতৃবৃন্দসহ উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে তাকে এ বিরল সম্মাননা দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।।


আপনার মতামত লিখুন :

One response to “রাঙ্গামাটিতে ‘পর্যটন বিকাশে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত : সাংবাদিক মকছুদ আহমেদকে ‘রত্ন সাংবাদিক’ উপাধি দিলো বিএসসি”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ
Theme Created By Web Themes BD.Com