Logo
শিরোনাম :
রাঙ্গামাটিতে দৈনিক সবুজ বাংলার তৃতীয় বর্ষ উদযাপন মহান বিজয় দিবসে রাঙ্গামাটিতে বিএনসিসির কুচকাওয়াজ,ব্যান্ড পরিবেশন ও র‍্যালি অনুষ্ঠান ডেভিল হান্ট অভিযানে রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানায় ০১জন গ্রেফতার। চট্টগ্রাম প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটি: সভাপতি কচি ও সম্পাদক মুরাদ শহীদ বুদ্ধিজীবীদের পরিবারকেও রাষ্ট্রীয় বেতন-ভাতা ও সম্মানী ব্যবস্থার দাবি মরহুম সাংবাদিক মোস্তফা কামালের স্মরন সভা,শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম ৮৭ লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্দ করেছে কাপ্তাইয়ে বিজিবি। পার্বত্যাঞ্চলের চলমান সমস্যা কেবল আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ নেই: এখন এটি জাতীয় সমস্যা। – ড. দেবপ্রিয ভট্টাচার্য। রাবিপ্রবি ক্যাম্পাসে ‘এয়ার কোয়ালিটি মনিটরিং মেশিন’ স্থাপন

রাঙামাটি টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের যাত্রা শুরু

মোকাদ্দেম সাঈফ(গিরি সংবাদ) / ২৯৩ বার দেখা হয়েছে
শেষ আপডেট : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে রাঙামাটি টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন। এতে সভাপতি হিসেবে যমুনা টেলিভিশনের রাঙামাটি স্টাফ করেসপন্ডেন্ট এস এম শামসুল আলম, সাধারণ সম্পাদক একুশে টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি সত্রং চাকমা ও সাংগঠনিক সম্পাদক নিউজ২৪ চ্যানেলের স্টাফ রিপোর্টার ফাতেমা জান্নাত মুমু নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি হিসেবে বিজয় টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি এম কামাল উদ্দীন, সহ-সভাপতি এশিয়ান টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি মো. আলমগীর মানিক, সহ-সভাপতি এসএ টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি মো. সোলায়মান ও যুগ্ম সম্পাদক আর টিভির রাঙামাটি প্রতিনিধি মো. ইয়াসিন রানা সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক এখন টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি মো. জিয়াউল রহমান জুয়েল, সহ- সাংগঠনিক সম্পাদক চ্যানেল২৪ এর রাঙামাটি স্টাফ রিপোর্টার মো. জিয়াউল হক, সহ-সাংগঠনিক সম্পাদক দীপ্ত টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি মিশু মল্লিক, নারী বিষয়ক সম্পাদক মোহনা টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি মহুয়া জান্নাত মনি ও প্রচার ও দপ্তর সম্পাদক এটিএন নিউজের রাঙামাটি প্রতিনিধি মো. ইমতিয়াজ কামাল ইমনকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত করা হয়।
এছাড়া ২৬জন টেলিভিশনে কর্মরত সাংবাদিকগণকে রাঙামাটি টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে।
যমুনা টেলিভিশনের রাঙামাটি স্টাফ করেসপন্ডেন্ট এস এম শামসুল আলম বলেন, রাঙামাটি টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন একটি আদর্শ নিয়ে কাজ করবে। বিশেষ করে যারা বিভিন্ন টেলিভিশনের প্রতিনিধিত্ব করছেন রাঙামাটিতে, তাদের নিয়ে এ সংগঠন তৈরি করা হয়েছে। এ সংগঠনে যারা অন্তর্ভূক্ত হয়েছেন কিংবা যারা অন্তর্ভূক্ত হবেন তাদেরকে একটি স্থানে ঐক্যবদ্ধ করা হবে। এটা বিশেষ করে সংবাদ প্রচারে সমন্বয়, পেশাগত কাজে ঐক্যের বিকাশ আর সহকর্মীদের মধ্যে সম্প্রীতি তৈরি করবে। আমরা বিশ্বাস করি সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে এ সংগঠন সুষ্ঠুভাবে এগিয়ে যাবে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ
Theme Created By Web Themes BD.Com