
রাঙামাটি পৌরসভায় এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) ও এএফডি (AFD)–এর অর্থায়নে পরিচালিত স্থানীয় সরকার উন্নয়ন প্রকল্প-৩ (UGIIP) এর আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পৌর এলাকার সাধারণ নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করে স্থানীয় উন্নয়ন কার্যক্রমকে স্বচ্ছ ও টেকসই করার লক্ষ্যে এ বৈঠক আয়োজন করা হয়।
রাঙামাটি কলেজ গেইট মোটেল জর্জ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) রাঙামাটি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহমদ শফী, ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বৈঠকে বক্তারা বলেন, নাগরিক সেবা উন্নয়ন, অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে স্থানীয়দের মতামত অত্যন্ত জরুরি। এজন্য নাগরিকদের অংশগ্রহণ বাড়াতে ওয়ার্ড পর্যায়ে এ ধরনের উঠান বৈঠককে নিয়মিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
উপস্থিত বক্তারা আরও বলেন, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণও সমানভাবে গুরুত্ব পাচ্ছে। আলোচনায় নাগরিক সেবা প্রাপ্তি ও সমস্যা সমাধানের বিভিন্ন দিক নিয়ে স্থানীয়দের মতামত গ্রহণ করা হয়।
এ সময় আহমদ শফী বলেন,
“UGIIP প্রকল্পের মূল লক্ষ্য হলো টেকসই নগর উন্নয়ন। তাই প্রত্যেক নাগরিককে এ প্রক্রিয়ার অংশীদার হতে হবে। নাগরিকের মতামতকে মূল্যায়ন করেই উন্নয়ন কার্যক্রম এগিয়ে যাবে।
বৈঠক শেষে স্থানীয়দের প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে ওয়ার্ডবাসীরা তাদের সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন এবং কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।