
পার্বত্য চট্টগ্রামের সমস্যা এখনজাতীয় সমস্যা হয়ে দাড়িয়েছে বর্তমানে, ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও বহুমাত্রিক সংকটের কারণে এ অঞ্চলের চলমান সমস্যা আর কেবল আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ নেই। ফলে সব রাজনৈতিক দলকে এর পথরেখা দিতে হবে, এটিকে অবহেলা করে কোন রাজনৈতিক দল বের হতে পারবে না,এটি এখন জাতীয় সমস্যা হিসেবে বিবেচিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন সিপিডি’ফেলো ড. দেবপ্রিয ভট্টাচার্য।
তিনি আরো বলেন, একাধিক প্রতিবেশী দেশের স্বার্থ সংশ্লিষ্ট্যতায় এই পার্বত্য অঞ্চলের ভূ-রাজনৈতিক পরিস্থিতি যেভাবে বিকশিত হচ্ছে, ফলে পার্বত্যাঞ্চলের নিরাপত্তা ও অখন্ডতার দৃষ্টিভঙ্গি থেকে গুরুত্বপূর্ন হয়ে আসছে।
পার্বত্য চট্টগ্রামের এমন একটি পরিস্থিতি বিরাজ করছে যার জন্য জাতীয় সমাধান অত্যন্ত গুরুত্বপূর্ন এবং প্রয়োজনীয় হয়ে দাড়িয়েছে। এই সমাধানের মূলে হলো এই অঞ্চলের বসবাসরত জাতি-ধর্ম সম্প্রদায় নির্বিশেষে সকলের অংশগ্রহণের মাধ্যমে সকলের অধিকারের স্বীকৃতি দিয়ে এবং ইতিহাসের প্রতি সন্মান রেখে ও স্থানীয় বৈশিষ্ট্যের প্রতি মনোযোগের মাধ্যমে একটি সমাধানের পথরেখা বের করতে হবে।
এই জাতীয় সমাধানের পথরেখা নির্বাচনী ইশতেহারের ভেতরে রাজনীতিবিদদের প্রতিশ্রুতি দিতে হবে এবং আগামীদিনের বাংলাদেশের জন্য এটা কিভাবে কার্যকর করবেন এটা পরিস্কারভাবে জানতে চেয়েছেন স্থানীয় স্টেকহোল্ডাররা।
তিনি আরো বলেন, বাংলাদেশ একটি দোলাচলের মধ্যে আছে। ভীতিমুক্ত ভোটার ও প্রভাবমুক্ত প্রশাসন এবং সক্ষম আইন প্রয়োগকারী সংস্থা এসব এখনো দৃশ্যমান নয়। একইসাথে তফসিল পরবর্তি সময়ে সরকার, নির্বাচন কমিশন ও সেনাবাহিনী তারা তাদের ভুমিকা পালন করবে তেমনটা প্রত্যাশা করে।
আজ বৃহস্পতিবার দুপুরে রাঙ্গামাটিতে স্থানীয় একটি হোটেলে নাগরিক প্ল্যাটফর্মের প্রাক্-নির্বাচনী উদ্যোগ ‘আঞ্চলিক পরামর্শ সভা’ শেষে দেবপ্রিয় ভট্টাচার্য সাংবাদিকদের এ কথা বলেন।
আঞ্চলিক পরামর্শ সভায় শিক্ষক, আইনজীবি, প্রথাগত নেতা হেডম্যান কার্বারী, নারী অধিকারকর্মী, পরিবেশকর্মী,শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। সুষ্ঠু নির্বাচন, প্রয়োজনীয় সংস্কার, দুর্নীতির দমন, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, জনপ্রতিনিধিদের জবাবদিহিসহ নানা প্রসঙ্গে বক্তব্য দেন অংশগ্রহণকারীরা।
#