
বাংলাদেশ পুলিশ কোন দল-মত-আদর্শের সম্পর্কিত নয়। এ জনপদের সকলের জন্য বাংলাদেশ পুলিশ একথা বলেছেন ডিআইজি আহসান হাবিব পলাশ।
০২ ও ০৩ নভেম্বর ২০২৫ খ্রি. বাংলাদেশ পুলিশের নির্দেশনায় জেলা পুলিশ কর্তৃক আয়োজিত রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে দু’দিনের সম্প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন।
শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি”- খেলাধুলায় গড়ে উঠুক সম্প্রীতি” এ স্লোগান নিয়ে ২ নভেম্বর বিকেল ৩টায় শহরের মারী স্টেডিয়ামে জেলা পুলিশ সুপার ড. ফরহাদ হোসেনের সভাপতিত্বে এ সম্প্রীতির টুর্ণামেন্টের সম্প্রীতির ফুটবল ম্যাচ এর প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ,বিপিএম-সেবা (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ম-কমিশনার (হেডকোয়ার্টার্স),ডিএমপি ফরিদা ইয়াসমিন,রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ,উপ-পুলিশ কমিশনার, ডিএমপি কাজী নুসরাত এদীব লুনা,জেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সরিৎ কুমার চাকমা,রাঙামাটি জেলা পরিষদের সদস্য বরুণ বিকাশ দেওয়ান এবং রাঙামাটি জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন-অর-রশিদ। জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও সদর উপজেলা বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন,স্কুলের কোমলমতি ছাত্রত্র/ছাত্রী সহ অগনিত ফুটপ্রিয় দর্শক।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি বলেন,“খেলাধুলা কেবল বিনোদন নয়,এটি সমাজে শৃঙ্খলা,ন্যায়বোধ ও পারস্পরিক সহযোগিতা গড়ে তোলে। খেলাধুলা মানসিক বিকাশ ও ইতিবাচক চিন্তার অন্যতম মাধ্যম। রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের এই আয়োজন প্রমাণ করে-পুলিশ জনগণের বন্ধু,অংশীদার এবং শান্তির অগ্রদূত। পাহাড়ের এই অঞ্চলে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের সংস্কৃতি রক্ষায় এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং অনুকরণীয়।”
তিনি আরো বলেন, এ আয়োজনের মাধ্যমে আপানাদের একটি মেসেজ দিতে চায়,আমরা বাংলাদেশ পুলিশ এ জনপদের সবার জন্য,কোনদল,মত-আদর্শের সম্পর্কিত নয়,আমরা বাংলাদেশ পুলিশ এ জনপদের সকলের জন্য কাজ করছি,বাংলাদেশের সমস্ত প্রশাসন কাজ করছে জনপদের সর্বস্তরের মানুষের সম্মান ও শ্রদ্ধা জানানোর জন্য,তাদের যে কৃষ্টি-কালচার রয়েছে,তাদের যে জীবনাচার রয়েছে,সবার প্রতি আমাদের সম্মান- শ্রদ্ধা ভালবাসা সমান রয়েছে,অটুট রয়েছে। এই জিনিসটিই প্রমান করার জন্য এ উদ্যেগ- আয়োজন।
অনুর্দ্ধ ১৪ বছর বয়সী ছাত্রদের নিয়ে সম্প্রীতি ফুটবল ম্যাচে আজকের অনুষ্টিত হয় রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় বনাম রাঙ্গামাটি সরকারী উচ্চ বিদ্যালয়। খেলায় নির্ধারিত সময়ে কোন পক্ষ গোল করতে সমর্থ না হওয়া রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় ট্রাইবেকারে ৪- ২ গোলে রাঙ্গামাটি সরকারী উচ্চ বিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হন।
রাঙ্গামাটি জেলা পুলিশের আয়োজনে আগামী ৩রা নভেম্বর সম্প্রীতির মিনি ম্যারাথন সকাল ৭টায় রাঙ্গামাটি পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে মারী স্টেডিয়াম শেষ হবে এবং সকাল ১০টায় স্টেডিয়ামে সম্প্রীতির হ্যান্ডবল খলা অনুষ্টিত হবে।
এ খেলা উপভোগ করতে মাঠে গ্যালারী উপচে পরা ভীড় ক্রীড়াপ্রেমী দর্শকদের। বিশেষ করে স্কুল মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের ও প্রবীনদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। #