Logo
শিরোনাম :
ডেভিল হান্ট অভিযানে রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানায় ০১জন গ্রেফতার। চট্টগ্রাম প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটি: সভাপতি কচি ও সম্পাদক মুরাদ শহীদ বুদ্ধিজীবীদের পরিবারকেও রাষ্ট্রীয় বেতন-ভাতা ও সম্মানী ব্যবস্থার দাবি মরহুম সাংবাদিক মোস্তফা কামালের স্মরন সভা,শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম ৮৭ লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্দ করেছে কাপ্তাইয়ে বিজিবি। পার্বত্যাঞ্চলের চলমান সমস্যা কেবল আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ নেই: এখন এটি জাতীয় সমস্যা। – ড. দেবপ্রিয ভট্টাচার্য। রাবিপ্রবি ক্যাম্পাসে ‘এয়ার কোয়ালিটি মনিটরিং মেশিন’ স্থাপন রাবিপ্রবি’তে ‘Forest Monitoring Using Drone Technology’ ‍বিষয়ক প্রশিক্ষণের সনদপত্র বিতরণ অনুষ্ঠিত রাবিপ্রবিতে উন্নয়ন কার্যক্রমে বাধা প্রদানে শিক্ষার্থীদের মানববন্ধন

রাঙ্গামাটিতে আল হাসনাইন নুরানী মাদ্রসার নতুন ভবন উদ্বোধন।

রাঙ্গামাটি প্রতিনিধি(গিরি সংবাদ) / ৯৬ বার দেখা হয়েছে
শেষ আপডেট : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

ধর্মীয়শিক্ষা নীতি-নৈতিকতা,মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ গড়ে তুলে। মাদ্রাসা শিক্ষা শুধুই আলেম নয়, ডাক্তার,ইন্ঞ্জিনিয়ার,সেনা অফিসার,ডিসি, এসপি,সচিবও হওয়া যায় বলে মন্তব্য করেছেন অনুষ্ঠানের উদ্বোধক মাওঃ মুহাম্মদ আবুল আসাদ জুবায়ের রজবী (মুঃ জিঃ আঃ),চেয়ারম্যান সুন্নী নূরানী বোর্ড বাংলাদেশ।
পর্যটন নগরী রাঙ্গামাটি শহরে দ্বীনি শিক্ষার প্রসারে আধুনিক ও ডিজিটাল শিক্ষা ব্যবস্থা নিয়ে গড়ে উঠা
আল হাসনাইন নুরানী মাদ্রসার নতুন ভবনের শুভ উদ্বোধন ও পবিত্র ঈদে মিলাদুন্নবী(সঃ) উদযাপন উপলক্ষ্যে -আাজিমুশ্শান মিলাদুনন্নবী(সঃ) ও দস্তারে ফজিলত মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ ২৭আগষ্ট বুধবার সকাল ১১টায় শহরের প্রধান বানিজ্যিক এলাকা রিজার্ভ বাজারে আরএম শপিং কমপ্লেক্স-২ তে এ মাদ্রাসার নতুন ভবন শুভ উদ্বোধন করা হয়।
ভবনে মুল ফটকে ফিতা কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অথিতি, বাংলাদেশ সুন্নি নুরানী বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ মুহাম্মদ আবুল আসাদ জুবায়ের রজবী (মুঃ জিঃ আঃ),সিনিয়র আরবী প্রভাষক, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ও খতিব, দায়েম নাজির জামেয়া আহমদিয়া জামে মসজিদ।
মাওলান শফিউল আলম আল কাদেরীর সভাপতিত্বে আল হাসনাইন নুরানী মাদ্রসার আয়োজনে অনুষ্ঠিত আজিমুশ্শান মিলাদুনন্নবী(সঃ) ও দস্তারে ফজিলত এ মাহফিলে প্রধান বক্তা উপস্থিত ছিলেন সৈয়দ মাওলানা মুহাম্মদ আবু নওশাদ নঈমী (মুঃ জিঃ আঃ), খতিব, নিউ রাঙ্গামাটি শাহী জামে মসজিদ, রিজার্ভ বাজার।
বক্তারা বলেন, মাদ্রাসা শিক্ষা আদর্শ জীবন গঠনে গুরুত্ব অপরিসীম। মাদ্রাসায় পড়ুয়া ছাত্র-ছাত্রী খুব মেধাবী হয়,এখন মাদ্রাশায় শিক্ষা লাভ করে শুধু আলেম মাওলানা নয়, মাদ্রাসায় পড়ে দেশে-বিদেশে আলোর জ্যোতি ছড়াচ্ছে অনেক মেধাবীজনরা। জামে আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা সহ দেশের অপারপর মাদ্রাসায় পড়ে আরবী শিক্ষায় শিক্ষিত হয়েও এ দেশের ডাক্তার,ইঞ্জিনিয়ার,ডিসি,এসপি,সেনা অফিসার,সচিব ও মন্ত্রী হয়েছেন, দেশ গঠনে অনন্য ভূমিকা রাখছেন।
অপরান্তে সাধারণ ও ইংরেজী শিক্ষায় উচ্চ শিক্ষিত হয়েও, উচ্চতর জীবন-যাপনে থেকেও নীতি নৈতিকতা বিবর্জিত মানবিক মূল্যবোধহীন হয়ে পড়ে। দেশে-বিদেশে উচ্চ পদে থেকেও, আমেরিকা,লন্ডন,জাপান নানান উন্নত দেশে বসবাস করেও তারা নিজেদের বাবা-মার বৃদ্ধ বয়সে কোন খোঁজ খবর রাখেনা,যখন তাদের যত্নাতির প্রয়োজন তখন তাদের পাশে থাকেনা কোন স্বজন, এমন কি মৃত্যুকালেও মা-বাবা পাশে পায়না এসব শিক্ষিত সন্তানদের, দৃশ্যত সমাজের তথাকথিত উচ্চ শিক্ষিতরা তাদের অসহায়,অক্ষম বৃদ্ধ বাবা-মাকে শেষ জীবনে রাখে বৃদ্ধাশ্রমে। কোন মাদ্রাসা পড়য়া ছাত্র-ছাত্রী করে না, করতে পারে না, কারণ তাদের ছোট বেলা থেকে ধর্মীয় শিক্ষায় মা-বাবা প্রতি হক,ধর্মীয় আদেশ- নিষেধ, মানবিক মূল্যবোধের শিক্ষা দেওয়া হয় যা তাদের নৈতিক মূল্যবোধ সম্পন্ন জীবন গঠনে সহায়ক হয়। মহা পবিত্র পরাক্রমশালী মহান আল্লাহর কোরআন পাকেও ঘোষনা- তোমরা একমাত্র আমার এবাদত কর,অতপর নিজ মা-বাবার খেদমত কর,ইহা প্রত্যেক সন্তানের জন্য ফরজ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অথিতি ছিলেন,আলহাজ্ব মাওলানা এম এ মুস্তফা হেজাজী সভাপতি, আহলে সুন্নাত জামাত বাংলাদেশ, রাঙ্গামাটি। আলহাজ্ব মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন নুরী,অধ্যক্ষ, রাঙ্গামাটি ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা,রাঙ্গামাটি। হাফেজ মাওলানা মুহাম্মদ নঈম উদ্দিন আল-কাদেরী,পেশ ইমাম, নিউ রাঙ্গামাটি শাহী জামে মসজিদ, আলহাজ্ব মাওলানা মোঃ আখতার হোসেন চৌধুরী অধ্যক্ষ,তৈয়বিয়া আইডিয়াল স্কুল, রাঙ্গামাটি। হাফেজ মাওলানা মুহাম্মদ সুলতান মাহমুদ আল-কাদেরী,পেশ ইমাম,বনরূপা জামে মসজিদ। হাফেজ মাওলানা মুহাম্মদ সেকান্দর হোসেন রেজভী, খতিব, কাঠালতলী জামে মসজিদ,মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিন রাব্বানী খতিব, লঞ্চঘাট জামে মসজিদ,মাওলানা মুহাম্মদ শফিউল আলম আল-কাদেরী,খতিব,শান্তি নগর জামে মসজিদ, অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান,পরিচালক, আল-হাছনাইন নুরানী মাদ্রাসা।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ
Theme Created By Web Themes BD.Com