
রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের কাউখালীর বেতবুনিয়া রাবার বাগান এলাকায় সিএনজি অটোরিক্সা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৫ জন নিহত ও ১ জন আহত হয়েছে।
আহত ১ জনের অবস্থা আশঙ্কাজনক । নিহতরা হলেন, রাউজানের চৌধুরী পাড়া এলাকার সোহরাব হোসেনে ছেলে তোরাব আলী। কাউখালীর মনাইরটেক এলাকার আব্দুর রহিমের মেয়ে নুর নাহার ও হাটহাজারী সাত্তার ঘাট এলাকার মাহমুদের রহামান।
শনিবার সকাল সাড়ে দশটায় কাউখালী উপজেলার বেতবুনিয়া রাবার বাগান এলাকায় রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কে যাত্রীবাহি সিএনজি অটো রিক্সা ও পিকআপের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ জানান ঘটনাস্থলেই ৩ জন নিহত ও হাসপাতালে নেয়ার পথে ২ জন মারা যায়। ১জন কে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান রাঙ্গামাটিগামী সিএনজি অটোরিক্সা ও রাঙ্গামাটি হতে চট্টগ্রাম গামী মাহেন্দ্র পিকআপ এর সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন ও মেডিকেল নেওয়ার পথে আরো ০২ জন মারা যায় এবং ১ জন আহত হন। গুরুতর আহত ব্যক্তিকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে সেনাবাহিনী, কাউখালী থানা, বেতবুনিয়া পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কাজে অংশগ্রহণ করে। #