
দেশের প্রথম ফিফা স্বীকৃত নারী রেফারি জয়া চাকমার পরিচালনায় রাঙ্গামাটিতে আজ বৃহস্পতিবার উদ্বোধন হলো চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামে্ন্ট-২০২৫।
দীর্ঘ ২৭ বছর পর বিকেল ৩টায় রাঙ্গামাটির চিং হ্লা মং মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। মুখোমুখি হয় আয়োজক জেলা রাঙ্গামাটি ও প্রতিবেশী জেলা বান্দরবান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি চট্টগ্রামের কমিশনার ড. জিয়া উদ্দিন। রাঙ্গামাটি জেলা প্রশাসক হাবিব উল্ল্যাহ মারুফ এর সভাপতিত্বে এ অনুস্টানে আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লেফ্টেনেন্ট কর্ণেল জুনাঈদ উদ্দীন শাহ চৌধুরীর, জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার, জেলা পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সহ- সভাপতি এড মামুনুর রশিদ, বিএনপি ও জামাত নেতৃবৃন্দ সহ সামাজিক নেতৃবৃন্দ।
চট্টগ্রাম বিভাগের ৫ টি জেলার ফুটবল দল( রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার,চট্টগ্রাম) অংশ নিচ্ছে এবারের এই প্রতিযোগিতায়। খেলাধুলার পাশাপাশি আয়োজিত হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে অংশ নেন রাঙামাটির নানা জাতিগোষ্ঠীর শিল্পীরা।
প্রথম ম্যাচেই ঘরের মাঠে নামা রাঙ্গামাটির দল মাঠে এনে দেয় বিশেষ আবেগ ও উচ্ছ্বাস। ঐতিহ্য, সামর্থ্য আর শক্তিতে রাঙ্গামাটি বরাবরই ফুটবলের একটি গর্বিত নাম।
আজকের খেলায় বান্দরবান ১, রাঙ্গামাটি দল ০। বান্দরবান দল ১ গোলে জয়ী হয়। গোলদাতা – তুইমা সিং।
আগামীকালের ম্যাচ চট্টগ্রাম বনাম খাগড়াছড়ির মধ্য অনুষ্টিত হবে।
২৭ বছর পর আবারও পাহাড়ি শহর রাঙ্গামাটি কাঁপছে ফুটবলের উত্তেজনায়। সর্বশেষ ১৯৯৭ সালে এই ঐতিহাসিক শহরটি হয়েছিল বিভাগীয় গোল্ডকাপের গর্বিত আয়োজক। #