
রাঙামাটি জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হলো মাসিক কল্যাণ সভা। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে আয়োজিত এই সভায় জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার (এসপি) ড. এস এম ফরহাদ হোসেন। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোসাইন, পিপিএম।
কল্যাণ সভায় মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা পেশাগত ও ব্যক্তিগত নানা সমস্যা তুলে ধরেন। মনোযোগ দিয়ে সব বক্তব্য শোনেন পুলিশ সুপার। পরে দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
এসপি ফরহাদ হোসেন বলেন, “পুলিশের দায়িত্ব পালনে সতর্কতা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের বিকল্প নেই। নৈতিক স্খলন রোধে সবাইকে কঠোর হতে হবে এবং প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে হবে।”
তিনি আরও বলেন, “উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ যথাযথভাবে পালন করতে হবে। পাশাপাশি নিরাপত্তা, সুরক্ষা ও বুদ্ধিমত্তার সঙ্গে প্রতিটি দায়িত্ব পালন করতে হবে।”
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।