মংরী রাখাইন নামে একজনের মরদেহ রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ থেকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ১৪ মার্চ, রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার গীতাশ্রম কলোনীর ‘স’ মিল এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙ্গামাটি রিজার্ভ বাজার গীতাশ্রম কলোনী এলাকার পাশে হ্রদে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবরটি শহরময় ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা ভিড় করেন ঘটনাস্থলে। পরে খবর পেয়ে রিজার্ভ বাজার এলাকার বাসিন্দা ও মংরী রাখাইনের পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে তার মরদেহ শনাক্ত করে।
তার পরিবারের লোকজন জানায়, গত দুদিন ধরে মংরী রাখাইন নিখোঁজ ছিলেন। তাকে খুঁজে না পেয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। পরে শুক্রবার সকালে কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
খবর পেয়ে রাঙ্গামাটি কোতোয়ালী থানার ওসি (তদন্ত) মোঃ শাহেদ পারভেজ ও থানার সেকেন্ড অফিসার মোঃ সোহাগ চৌধুরীসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখে ও সনাক্ত করেন। পরে পুলিশ ও উপস্থিত স্থানীয়দের সহযোগিতায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করে।
রাঙ্গামাটি কোতোয়ালী থানার ওসি (তদন্ত) মোঃ শাহেদ পারভেজ বলেন, নিহত মংরী রাখাইন ১৩ মার্চ আগের রাত থেকে নিখোঁজ হন। পারিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে রাঙ্গামাটি কোতোয়ালী থানায় একটি নিখোঁজ ডায়েরি করে। পরে আজ সকালে তার মরদেহ কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় পাওয়া যায়। #