Logo
শিরোনাম :
রাঙ্গামাটির মানিকছড়িতে যৌথ উদ্যোগে ঈদ উপহার বিতরণ আসছে ঈদের ছুটি হতে পারে ৯ দিন পার্বত্য উদ্যোক্তাদের পাশে থাকবো- অঙ্গিকার বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার রাঙ্গামাটিতে ২০০ পাহাড়বাসীর মাঝে সেনাবাহিনীর ইফতার ও ঈদ শুভেচ্ছা সামগ্রী বিতরণ দলবাজ সাংবাদিক যখন পল্টিবাজির ওস্তাদ ! বাফুফে, বিসিবি সদস্যদের নিয়ে বরিশাল স্পোর্টিং ক্লাবের ইফতার দোয়া-মাহফিল অনুষ্ঠিত। কাপ্তাই হ্রদে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাঙামাটিতে ১৫ মার্চ,ভিটামিন ”এ” ক্যাপসুল পাবে ৮৫ হাজার শিশু সাজেকে আগুনে ক্ষতিগ্রস্ত স্থানীয় লুসাই ও ত্রিপুরা পরিবারের পাশে – বিজিবি নালিতাবাড়ীতে চেক ছিনতাই ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাঙ্গামাটি জেলা বিএনপি কঠোর অবস্থানে দলীয় শৃঙ্খলা রক্ষায় ; বহিস্কার ৪০ নেতাকর্মী

রাঙামাটি প্রতিনিধি ( গিরি সংবাদ) / ২১ বার দেখা হয়েছে
শেষ আপডেট : শনিবার, ৮ মার্চ, ২০২৫
Oplus_131072

চরম উশৃঙ্খল ও নৈতিক স্খলন হওয়া নেতাকর্মীদের দমনে কঠোর হচ্ছে রাঙামাটি জেলা বিএনপি। মুষ্টিমেয় অপকর্মকারিদের বিরুদ্ধে একের পর এক বহিস্কারাদেশ দিয়ে পুরো জেলাজুড়েই তৃণমুল নেতাকর্মীদের শৃঙ্খলা ধরে রাখার আপ্রাণ চেষ্ঠা চালানো হচ্ছে বলে জানিয়েছেন রাঙামাটি জেলা বিএনপির নেতৃবৃন্দ।
গত ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে চলতি সপ্তাহ পর্যন্ত অন্তত ৪০ জন নেতাকর্মীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিস্কারাদেশ দিয়েছে জেলা বিএনপি। বিশৃঙ্খলাকারিদের মধ্যে রাঙামাটি সদরের পাশাপাশি জেলার বাঘাইছড়ি, কাউখালী, কাপ্তাই উল্লেখযোগ্য। তবে বাঘাইছড়িতেই বহিস্কারের সংখ্যা বেশি।
রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন বলেছেন, কেন্দ্রে অনুষ্ঠিত বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তনুসারে তারেক রহমানের নির্দেশনানুসারে আমরা দলকে আগামীর জন্য সুশৃঙ্খলভাবে সাজানোর আপ্রাণ চেষ্ঠা চালিয়ে যাচ্ছি। এতে করে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারিদের কোনো ধরনের শৈতল্য আমরা দেখাচ্ছিনা। যারাই অপকর্মের সাথে জড়িত হবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নিবো আমরা।
দলীয় সূত্র জানায়, ভারত সীমান্ত দিয়ে আনা অবৈধ সিগারেট পাঁচার, চাঁদাবাজি, দখলবাজি, মারামারি,মব জাস্টিস সহ নানান অপকর্মের অভিযোগ তদন্তে গঠন করা হয়েছে একাধিক তদন্ত কমিটি। প্রাথমিক সত্যতা নিশ্চিত হওয়ার পর ইতোমধ্যেই অন্তত ৪০ জনকে বহিস্কার করা হয়েছে। সর্বশেষ ৭ই মার্চ রাঙামাটির কাউখালী উপজেলায় ৩ জন ও বাঘাইছড়িতে ৫ বিএনপি, ছাত্রদল, যুবদল,কৃষকদলের নেতাকে বহিস্কার করা হয়েছে। কাউখালী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তাদের স্বাক্ষরিত বহিস্কারাদেশ পত্রে উল্লেখ করেন,
ঘাগড়া ইউনিয়ন বিএনপি’র সহ-সাধারন সম্পাদক মোঃ সেলিম মাহমুদ, কাউখালী উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন ও উপজেলা তাতীঁদলের যুগ্ম সম্পাদক মোঃ রিপন মিয়া, আপনারা দলীয় পদ পরিচয় দিয়ে নিজ স্বার্থে জনমনে আতঙ্ক সৃষ্টি করে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিসহ দলের নীতি ও আদর্শ পরিপন্থী বিভিন্ন অনৈতিক অপকর্মে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। আপনারা নিজ স্বার্থে দলের সকল নির্দেশনা অমান্য করে এসকল গঠনতন্ত্র ও শৃংখলা বিরোধী অনৈতিক কর্মকান্ড চালিয়ে দলীয় সুনাম ও দলীয় শৃঙ্খলা নষ্ট করছেন। তারা সকলেই অবৈধ বিদেশী সিগারেট পাচারের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে যৌথবাহিনীর হাতে ৬২ লাখ টাকার সিগারেটসহ আটক হয়।
উল্লেখ্য যে মোঃ সেলিম মাহমুদের দলীয় শৃংখলা বিরোধী কর্মকান্ডের কারনে ইতিপূর্বে তাহার বিরুদ্ধে ২ বার দল সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা করেছে। এরপরও ৭ই মার্চ তারিখে জারিকৃত বহিস্কারাদেশ পত্রে উল্লেখ করা হয়, উপরোক্ত তিনজনকে প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পর্যায়ের/অংগ সংগঠনের সকল পদ থেকে অব্যাহতি প্রদান পূর্বক সাময়িক বহিস্কার করা হলো।
অপরদিকে, একইদিনে রাঙামাটির বাঘাইছড়ির পাঁচ নেতাকে বহিস্কার করা হয়েছে। রাঙামাটি জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়,
বাঘাইছড়ি উপজেলা বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক মোঃ ইউসুফ আলী, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ আশ্রাফ আলী, সদস্য মোঃ আইয়ুব আলী, প্রকাশ সরকার ও পৌর যুবদলের সদস্য খোরশেদ জর্জকে সকল পর্যায়ের দলীয় সকল পদ পদবী ও পদের কার্যক্রম দলের গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক অভ্যন্তরিণশৃংখলা রক্ষার প্রয়োজনে পরবর্তি নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। সেই সাথে বাঘাইছড়িতে জেলা কর্তৃক অনুমোদন বিহীন শ্রমিকদলের পৌর ও থানা কমিটির সকল সাংগঠনিক কার্যক্রম বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে উক্ত বহিস্কারাদেশ পত্রে।
এদিকে, এই বহিস্কারাদেশ এর ব্যাপারে নিজের মন্তব্য জানিয়ে, পৌর যুবদলের সদস্য সাবেক ছাত্রনেতা খোরশেদ জর্জ বলেন, আমি দুই গ্রুপের মারামারির ঘটনা শুনেই সেখানে গিয়ে উভয় পক্ষকে রক্ষার চেষ্ঠা করেছি। এতে সেসময় আমি পা কেটে ইনজুরও হয়েছি। এরপরও আমার বিরুদ্ধে উঠা অভিযোগ সম্পর্কে আমার আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি, আমার কোনো বক্তব্য নেওয়া হয়নি। বিগত দিনে অত্যন্ত সচেতনতার সহিত রাজনীতি করেছি আমি। কখনো কোনো প্রকার অনৈক কর্মকান্ডের সাথে জড়িত ছিলাম না। কিন্তু উপজেলার নেতাদের নিজস্ব অর্ন্তকোন্দলের বলি হতে হলো আমাকে।
রাঙ্গামাটি শহরে চাঁদাবাজির অভিযোগে বিএনপি ও তিন সহযোগী সংগঠনের চার নেতাকে বহিষ্কার করেছে দলটি। একই সঙ্গে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিষয়ে তদন্তে একটি কমিটিও গঠন করেছে বিএনপি। গত মঙ্গলবার (৪ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে  রাঙ্গামাটি জেলা বিএনপি।
বহিষ্কৃতরা হলেন— রাঙ্গামাটি জেলা বিএনপির সদস্য আনোয়ারুল আজিম আজম, রাঙ্গামাটি পৌর তাঁতী দলের সভাপতি আলী আজগর বাদশা, রাঙ্গামাটি পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য অনতোষ দাশ ও জেলা কৃষকদলের ক্ষুদ্র ও সমবায় সম্পাদক সুমন  চাকমা। রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের সাময়িক বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।

বহিষ্কারাদেশে বলা হয়, অভিযুক্তরা দলীয় পরিচয় ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টি, হুমকি ও ভয়ভীতি প্রদর্শন, দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি, দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় প্রাথমিক সদস্যপদসহ সকল প্রকার পদ-পদবী থেকে অব্যাহতি প্রদান করা হলে।
এদিকে, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার বলেছেন, কোনো ধরনের অপকর্ম করা যাবেনা তারেক রহমানের এমন নির্দেশনা অনুসরণ করে আমরা দলকে সুসংগঠিত করছি। বিএনপি চাঁদাবাজিতে, সন্ত্রাসী কর্মকান্ডসহ কোনো অপকর্মে বিশ্বাস করেনা মন্তব্য করে বিএনপি সভাপতি বলেন, খুব অল্প সংখ্যক নেতাকর্মী এসকল অপকর্মগুলোর সাথে জড়িত হয়ে গেছে।
জনগণের স্বার্থ পরিপন্থী কোনো কাজ করা যাবে না; এই ক্ষেত্রে আমরা একেবারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে রাঙামাটি জেলা বিএনপি। হঠাৎ করে পটপরিবর্তনের পর দলের কারো কারো নৈতিক স্খলন ঘটেছে এবং মুষ্টিমেয় তারাই এই দলের নাম ভাঙ্গিয়ে এই ধরনের অপকর্মকারিদের কেউ বা কোনো নেতা শেল্টার দিচ্ছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ
Theme Created By Web Themes BD.Com