পবিত্র রমজান উপলক্ষে কোনো প্রকার কার্ড ছাড়াই সুলভ মূল্যে পণ্য ক্রয়ের বিশেষ সুবিধা চালু করেছে রাঙামাটি জেলাপ্রশাসন।
আজ ৫মার্চ বুধবার থেকে রাঙামাটি শহরের ৫টি পয়েন্টে এই সুবিধা পাওয়া যাবে। ট্রাকে করে বিক্রি করা এই পণ্য সামগ্রী প্রতিটি পয়েন্ট থেকে প্রথম ৪শ’ জন ভোক্তা এনআইডি বা টিসিবি কার্ড ছাড়াই ক্রয় করতে পারবেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পবিত্র রমজান উপলক্ষ্যে চালু হওয়া ‘টিসিবির ট্রাকসেল’ শিরোনামের এই বিশেষ কর্মসূচি ৫মার্চ বুধবার থেকে ২২ মার্চ পর্যন্ত শুক্র-শনিবার ব্যতিত প্রতিদিন চালু থাকবে। প্রায় অর্ধেক দামে পাওয়া যাবে এসব পন্য।
প্রাথমিকভাবে ক) গীতাশ্রম কলোনি এলাকা, খ) কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা, গ) শহিদ আব্দুল আলী মাঠ, ঘ) আনন্দ বিহার এলাকা ও ঙ) তবলছড়ি এডিসি হিল এলাকায় সকাল থেকে পণ্যসহ ট্রাক ক্রেতা অপেক্ষায় থাকবে। পরে ভোক্তাদের চাহিদা বিবেচনা করে বিক্রয় পয়েন্ট আরো ১৫টি স্থানে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জেলাপ্রশাসন থেকে জানানো হয়েছে।
ট্রাকে এসব পণ্য প্যাকেজ আকারে বিক্রি করা হবে। প্রতি প্যাকেজে থাকবে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি এবং ১ কেজি ছোলা। তবে প্যাকেজ ব্যতীত আলাদাভাবে কোনো পণ্য বিক্রি করা হবে না। প্রতিটি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে- ৪০০ টাকা। #