সোমবার (০৩ মার্চ ২৫) দুপুরে ১২টায় জেলা অটোরিক্সা সচেতন চালকবৃন্দদের উদ্যোগে ও আয়োজনে শহরের বনরুপা চৌমুহনীতে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় সমাবেশে রাঙামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির সাবেক সভাপতি মোঃ ওলি, সাবেক সাংগঠনিক মোঃ হানিফ, সদস্য মোঃ ইকবাল, সদস্য কামাল, সিএনজি সমিতির শ্রমিক নেতা রণিসহ অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা সমিতিতে নানান আর্থিক অনিয়মের অভিযোগ করে বলেন, রাঙামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির কার্য্যকরি পরিষদের বর্তমানে মেয়াদোত্তীর্ণ। আইনী জটিলতা ও ক্ষমতার অপব্যবহার করে বল-প্রয়োগের মাধ্যমে বর্তমানে এই মেয়াদোত্তীর্ণ কার্য্যকরি কমিটি সমিতির কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যা সম্পূর্ণভাবে বেআইনী ও সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থি। বক্তারা অভিযোগ করে আরো বলেন, সংগঠনের বার্ষিক সাধারণ সভা দেওয়া হচ্ছে না। সমিতির আর্থিক কোন হিসাব দেওয়া হচ্ছে না। দৈনিক ও মাসিক যে চাঁদা নেওয়া হচ্ছে তা সমিতির ফান্ডে জমা না দেওয়ার অভিযোগ নেতৃবৃন্দদের।
নেতৃবৃন্দরা আগামী ৭২ ঘন্টার মধ্যে সংগঠনের বার্ষিক সাধারণ সভার তারিখ ও দ্রুত নির্বাচনের দাবি জানান। অন্যত্থায় সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচির ঘোষণার হুশিয়ারি দেন তারা।
অন্যদিকে সংগঠনের নানান আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করে রাঙামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির সভাপতি পরেশ মজুমদার জানান, সমিতির কার্য্যকরি কমিটির বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। সমিতির দৈনিক ও মাসিক চাঁদা সমিতির ফান্ডে জমা হচ্ছে। তিনি জানান, সমিতির মেয়াদ শেষ এটি সত্য কিন্তু আইনী জটিলতায় নির্বাচন সম্ভব হচ্ছে না। তবে বার্ষিক সাধারণ সভা সকলের সাথে আলাপ আলোচনা করে করা হবে।
মানববন্ধন ও প্রতিবিাদ সমাবেশে কর্য্যকরি কমিটির সাবেক ও বর্তমান কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং জেলা অটোরিক্সা সচেতন চালকবৃন্দরা উপস্থিত ছিলেন। #