রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে গত ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘জাতীয় শহিদ সেনা দিবস ২০২৫’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবউল্লাহ মারুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব খন্দকার রেজাউল করিম এবং সদর উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমা।
অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ হাবিবউল্লাহ মারুফ তাঁর বক্তব্যে গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করে বলেন, ২০০৯ সালের এই দিন সেনাবাহিনীর ৫৭ জন চৌকস কর্মকর্তা ঘাতকের হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন। তিনি শহিদ সেনাদের আত্মত্যাগের প্রতি গভীর সম্মান জ্ঞাপন করেন। সকল শহিদ সেনাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আত্মত্যাগকারী শহিদদের নিকট হতে অনুপ্রেরণা গ্রহণ ও তাদের ত্যাগের মহত্ব প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তাসহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের প্রতিনিধি, এলজিইডি ও বিআরডিবি-র কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।#
রাঙ্গামাটিতে ‘জাতীয় শহিদ সেনা দিবস ২০২৫’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে গত ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘জাতীয় শহিদ সেনা দিবস ২০২৫’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবউল্লাহ মারুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব খন্দকার রেজাউল করিম এবং সদর উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমা।
অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ হাবিবউল্লাহ মারুফ তাঁর বক্তব্যে গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করে বলেন, ২০০৯ সালের এই দিন সেনাবাহিনীর ৫৭ জন চৌকস কর্মকর্তা ঘাতকের হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন। তিনি শহিদ সেনাদের আত্মত্যাগের প্রতি গভীর সম্মান জ্ঞাপন করেন। সকল শহিদ সেনাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আত্মত্যাগকারী শহিদদের নিকট হতে অনুপ্রেরণা গ্রহণ ও তাদের ত্যাগের মহত্ব প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তাসহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের প্রতিনিধি, এলজিইডি ও বিআরডিবি-র কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।#