Logo
শিরোনাম :
রাঙ্গামাটির মানিকছড়িতে যৌথ উদ্যোগে ঈদ উপহার বিতরণ আসছে ঈদের ছুটি হতে পারে ৯ দিন পার্বত্য উদ্যোক্তাদের পাশে থাকবো- অঙ্গিকার বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার রাঙ্গামাটিতে ২০০ পাহাড়বাসীর মাঝে সেনাবাহিনীর ইফতার ও ঈদ শুভেচ্ছা সামগ্রী বিতরণ দলবাজ সাংবাদিক যখন পল্টিবাজির ওস্তাদ ! বাফুফে, বিসিবি সদস্যদের নিয়ে বরিশাল স্পোর্টিং ক্লাবের ইফতার দোয়া-মাহফিল অনুষ্ঠিত। কাপ্তাই হ্রদে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাঙামাটিতে ১৫ মার্চ,ভিটামিন ”এ” ক্যাপসুল পাবে ৮৫ হাজার শিশু সাজেকে আগুনে ক্ষতিগ্রস্ত স্থানীয় লুসাই ও ত্রিপুরা পরিবারের পাশে – বিজিবি নালিতাবাড়ীতে চেক ছিনতাই ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাঙ্গামাটি জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত।

রাঙামাটি প্রতিনিধি ( গিরি সংবাদ) / ১৫ বার দেখা হয়েছে
শেষ আপডেট : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

আজ ২৩ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ লাইন্স মাঠে পুলিশ সদস্যদের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত প্যারেডে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন ।

এসময় পুলিশ সুপার প্যারেড পরিদর্শন করেন এবং মাস্টার প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউটের উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।

মাস্টার প্যারেডে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, মাস্টার প্যারেড হচ্ছে জেলা পুলিশ সদস্যদের প্রদর্শনী। একটা বাহিনী কতটা সু-শৃঙ্খল এবং চৌকস তা এই প্যারেডের মাধ্যমে ফুটে উঠে। এজন্য সকলের শারীরিক ফিটনেস এবং মানসিক বিকাশের জন্য নিয়মিত প্যারেড অনুশীলনের বিকল্প নেই।
তিনি আরো বলেন, মানুষকে সর্বোচ্চ সেবার মাধ্যমে নিজেকে গর্বিত পুলিশ সদস্য হিসেবে গড়ে তুলতে হবে। যেকোন সংকট মোকাবেলায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মেনে সু-শৃঙ্খল ভাবে কাজ করতে হবে।

উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সুপার মহোদয়, জনসাধারণের সাথে উত্তম ব্যবহার, ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা, নিজেদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করাসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় প্যারেড কমান্ডার সহকারি পুলিশ সুপার, রাজস্থলী সার্কেল জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন, পিপিএম এর নেতৃত্বে রাঙ্গামাটি জেলা পুলিশ সদস্যদের ৭টি কন্টিনজেন্ট পুলিশ সুপার মহোদয়কে অভিবাদন জানানোর মাধ্যমে প্যারেড মাঠ ত্যাগ করে।

পরে পুলিশ সুপার মহোদয় রাঙ্গামাটি জেলা পুলিশের মোটরযান শাখা, অস্ত্রাগার, ডি-স্টোর, সি-স্টোর, রেশন স্টোর, পুলিশ সদস্যদের খাবার মেস, ক্যান্টিন, ফোর্সের আবাসন ব্যবস্থাসহ পুলিশ লাইন্সে অবস্থিত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ
Theme Created By Web Themes BD.Com