Logo
শিরোনাম :
রাঙ্গামাটির মানিকছড়িতে যৌথ উদ্যোগে ঈদ উপহার বিতরণ আসছে ঈদের ছুটি হতে পারে ৯ দিন পার্বত্য উদ্যোক্তাদের পাশে থাকবো- অঙ্গিকার বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার রাঙ্গামাটিতে ২০০ পাহাড়বাসীর মাঝে সেনাবাহিনীর ইফতার ও ঈদ শুভেচ্ছা সামগ্রী বিতরণ দলবাজ সাংবাদিক যখন পল্টিবাজির ওস্তাদ ! বাফুফে, বিসিবি সদস্যদের নিয়ে বরিশাল স্পোর্টিং ক্লাবের ইফতার দোয়া-মাহফিল অনুষ্ঠিত। কাপ্তাই হ্রদে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাঙামাটিতে ১৫ মার্চ,ভিটামিন ”এ” ক্যাপসুল পাবে ৮৫ হাজার শিশু সাজেকে আগুনে ক্ষতিগ্রস্ত স্থানীয় লুসাই ও ত্রিপুরা পরিবারের পাশে – বিজিবি নালিতাবাড়ীতে চেক ছিনতাই ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সবছেড়ে চলে গেলেন দেশের প্রথম রত্ন সাংবাদিক খ্যাত একেএম মকছুদ আহমেদ

প্রতিবেদকের নাম / ৩০ বার দেখা হয়েছে
শেষ আপডেট : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

দেশের প্রথম রত্ন সাংবাদিক খ্যাত ও পার্বত্য চট্টগ্রাম থেকে প্রকাশিত সর্বপ্রথম সংবাদপত্র দৈনিক গিরিদর্পণ সম্পাদক চারণ সাংবাদিক আলহাজ্ব একেএম মকছুদ আহমেদ আর নেই। তিনি এ অঞ্চলে সত্তরের দশকে এসেছিলেন শুন্য হাতে চলেও গেলেন শুন্য হাতে। শুধু সাথে নিয়ে গেলেন এ পাহাড়ের সকল জাতি-গোষ্ঠির অফুরন্ত ভালবাসা আর বিনম্র শ্রদ্ধা।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার পর তিনি রাঙামাটি জেলারেল হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটির সিভিল সার্জন (সিএস) ডা. নূয়েন খীসা গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জানিয়েছেন।
শুক্রবার সকাল দশটায় শহিদ আবদুস শুক্কুর স্টেডিয়ামে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী, প্রেসক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, মরহুমের ছোট ভাই হুমায়ুন কবিরসহ সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজায় ইমামতি করেন জেলা আহলে সুন্নাতের সভাপতি আলহাজ্ব মাওলানা এম এ মুস্তফা হেজাজী। জানাজা শেষে তাঁর মরদেহ গ্রামের বাড়ি চট্টগ্রামের মীরসরাইয়ে দাফন করা হয়।
দৈনিক গিরিদর্পণের বার্তা সম্পাদক ও একেএম মকছুদ আহমেদের ঘনিষ্ঠজন নন্দন দেবনাথ বলেন, বৃহস্পতিবার রাত আনুমানিক নয়টার দিকে কন্ট্রাক্টর পাড়ার নিজ বাসায় তিনি স্ট্রোক করেছেন। হাসপাতালে নেয়ার পর রাত ৯টা ৩৭ মিনিটের দিকে নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মৃত্যুতে পার্বত্য চট্টগ্রামের সাংবাদিক সমাজ একজন অভিভাবক হারালো। প্রসঙ্গত, একেএম মকছুদ আহমেদ ৫৬ বছর ধরে সাংবাদিকতা পেশায় রয়েছেন। তিনি ১৯৭৯ সালে প্রথম সাপ্তাহিক বনভূমি প্রতিষ্ঠা করেছিলাম। এরপর ১৯৮৩ সালে দৈনিক গিরিদর্পণ প্রতিষ্ঠা করেন। ৪২ বছর ধরে তিনি পত্রিকাটির সম্পাদক হিসেবে আছেন। দৈনিক গিরিদর্পণের সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব ছাড়াও দৈনিক ইত্তেফাকের রাঙ্গামাটি প্রতিনিধি। তিনি রাঙ্গামাটি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতিও। একেএম মকছুদ আহমেদের মৃত্যুতে রাঙ্গামাটি প্রেসক্লাব, রাঙ্গামাটি সাংবাদিক ফোরাম, রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শোক জানিয়েছেন। শুক্রবার সকাল নয়টায় সর্বস্তরের লোকজনের শ্রদ্ধা জানানোর জন্য রাঙামাটি প্রেসক্লাবের সামনে তাঁর লাশ রাখা হয়। সেখানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সাধারণ লোকজন শ্রদ্ধা জানান। সকাল দশটায় শহীদ বীর মুক্তিযোদ্ধা আবদুস শুক্কুর স্টেডিয়ামে মরহুমের নামাজে জানাজা শেষে চট্টগ্রামের মীরসরাইয়ে নিজ পারিবারিক কবরস্থানে মায়ের পাশে দাফন করা হয়।
মীরসরাই, মলিয়াইশ এর ১১নং মঘাদিয়া ইউনিয়ণ, ২নং ওয়ার্ডের মধ্যম শেখতোলা গ্রামের মরহুম জামাল উল্যাহ’র মেঝ ছেলে পাহাড়ের সাংবাদিকতার পথিকৃৎ মরহুম আলহাজ্ব একেএম মকছুূদ আহেমদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ
Theme Created By Web Themes BD.Com