Logo
শিরোনাম :
রাঙ্গামাটির মানিকছড়িতে যৌথ উদ্যোগে ঈদ উপহার বিতরণ আসছে ঈদের ছুটি হতে পারে ৯ দিন পার্বত্য উদ্যোক্তাদের পাশে থাকবো- অঙ্গিকার বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার রাঙ্গামাটিতে ২০০ পাহাড়বাসীর মাঝে সেনাবাহিনীর ইফতার ও ঈদ শুভেচ্ছা সামগ্রী বিতরণ দলবাজ সাংবাদিক যখন পল্টিবাজির ওস্তাদ ! বাফুফে, বিসিবি সদস্যদের নিয়ে বরিশাল স্পোর্টিং ক্লাবের ইফতার দোয়া-মাহফিল অনুষ্ঠিত। কাপ্তাই হ্রদে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাঙামাটিতে ১৫ মার্চ,ভিটামিন ”এ” ক্যাপসুল পাবে ৮৫ হাজার শিশু সাজেকে আগুনে ক্ষতিগ্রস্ত স্থানীয় লুসাই ও ত্রিপুরা পরিবারের পাশে – বিজিবি নালিতাবাড়ীতে চেক ছিনতাই ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ইঞ্জিনিয়ার সহিদুজ্জামানের নেতৃত্বে কক্সবাজার বিএনপির সমাবেশ প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক(গিরি সংবাদ) কক্সবাজার / ৩১ বার দেখা হয়েছে
শেষ আপডেট : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
Oplus_16908288

কক্সবাজার জেলা বিএনপির আগামি ১৭ ফেব্রুয়ারির সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করেছেন কক্সবাজার পৌর, সদর, রামু ও ঈদগাঁও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামানের নেতৃত্বে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এই সভায় ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান নিজে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান বলেন, বহু বছর পর আমাদের নেতা সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে জেলা বিএনপির সমাবেশ হচ্ছে। এই সমাবেশ জেলা বিএনপির নেতা কর্মীদের আরও উজ্জীবিত করে তুলবে।

তিনি বলেন, এই সমাবেশ সফল করতে সম্ভব সব করতে হবে। তিনি প্রতিটি এলাকা বিএনপি নেতা কর্মী এবং সাধারণ মানুষকে এই সমাবেশে যোগদান করাতে নেতা কর্মীদের নির্দেশ দেন।

এই প্রস্তুতি সভায় বক্তাগণ বলেন, জেলা বিএনপির এই সমাবেশ আগামী দিনের নির্বাচনের আগাম প্রস্তুতি। বিএনপি আগামীতে কী করবে তা এই সমাবেশের মাধ্যমে ঠিক হয়ে যাবে। তাই এই সমাবেশ সফল করতে হবে।

সভায় শহরে গ্রামে ও প্রত্যন্ত অঞ্চলে জোর প্রচারণা চালানোর সিদ্ধান্ত হয়।

প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন রামু উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শহিদুল্লাহ সিকদার চেয়ারম্যান। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আকতারুল আলম, পিএমখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শহিদুল্লাহ, ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল হক, ঈদগাঁও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত আলম ও রামু উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আকতার কামাল আজাদ।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য জানে আলম, কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোকতার আহমদ, ঈদগাঁও উপজেলা বিএনপির সাবেক সভাপতি হারুন অর রশিদ, জেলা যুবদলের সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রোকুনোজ্জামান চৌধুরী, রামু স্বেচ্ছাসেবক দলের নেতা শাহজাহান মিয়া, জেলা যুবদল নেতা আজিজুর রহমান সিকদার, জালালবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক উমর ফারুখ লিটন, ছাত্রদল নেতা মোহাম্মদুল হক জনি, বিএনপি নেতা নুরুল আলম, বিএনপি নেতা আবুল হোছন মেম্বার প্রমুখ। সভা সঞ্চালনা করেন রামু স্বেচ্ছাসেবক দল নেতা মাষ্টার আবু বকর ছিদ্দিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ
Theme Created By Web Themes BD.Com