তথ্য অধিকার আইন বাস্তবায়নের মাধ্যমে আইনভূক্ত সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, দুর্নীতি হ্রাস ও সুশাসন বৃদ্ধির লক্ষে রাঙ্গামাটিতে দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন হয়েছে।
সকালে রাঙ্গামাটির কুমার সুমিত রায় জিমনেশিয়াম প্রঙ্গণে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক), রাঙ্গামাটি- এর যৌথ আয়োজনে এবং টিআইবি’র সহযোগিতায় বিভিন্ন সরকারি-বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের অংশগ্রহণে দিন ব্যাপী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: হাবিব উল্লাহ।
সনাকের সভাপতি বাঞ্চিতা চাকমার সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, জেলা শিক্ষা অফিসার মৃদুল কান্তি তালুকদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হৃষিকেশ শীল, সহ টিআইবি ট্রাস্টি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
অতিথিরা মেলা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় বিভিন্ন সরকারি -বেসরকারী ৩৬ টি স্টল রয়েছে।
মেলা উপলক্ষে জিমনেশিয়াম প্রাঙ্গণ থেকে শহীদ মিনার পর্যন্ত মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বযসী ৫০ জন অংশগ্রহণ করেন। #