মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)
পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তির নামে অশান্তি চুক্তি চাই না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)। অদ্য ১০ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, রাঙ্গামাটি পৌরসভা ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে “গণ সমাবেশে তিনি একথা বলেন।
শায়খে চরমোনাই বলেন আমরা পাহাড়ে শান্তি চায়, স্বাধীনতা চায়, বৈষম্য মুক্ত দেশ চায়, কোন বিবাদ চাইনা, আমরা পাহাড়ী বাঙালী সবাই বাংলাদেশের নাগরিক হিসাবে বাচতে চাই, পার্বত্য অঞ্চলের সবাই বাইরে জায়গা ক্রয় করতে পারবে, বাইরের মানুষ এখানে জায়গা ক্রয় করতে পারবে, একই দেশে দুই নীতি চাইনা, এখানে যে আইন চলবে সারা দেশে সেই আইন চলবে, এই অঞ্চল বা দেশের জমি যদি কেউ দখল করতে চায় আমরা রুখে দিব, সকল ষড়যন্ত্র রুখে দিব, সীমান্ত সড়ক দ্রুত বাস্তবায়ন চাই,সীমান্ত নিরাপত্তা চাই, শান্তি চুক্তির নামে অশান্তি চাই না, ভিন্ন কোন আইন পার্বত্য অঞ্চলে চাই না।
জেলা সভাপতি আলহাজ্ব মুহাম্মদ জসিম উদ্দীন সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মাওলানা নূর হোসেন এর সঞ্চালনায় ছাত্র-জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার, দূর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও নির্বাচনের অযোগ্য ঘোষণা করা,সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে গণ সমাবেশে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জান্নাতুল ইসলাম,কেন্দীয় সদস্য আলহাজ্ব আল মুহাম্মাদ ইকবাল, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় ঢাকা সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ বিন মেহের উদ্দীন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দীয় চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শরিফুল আলম, ইসলামী আইনজীবী পরিষদ চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এড.পারভেজ তালুকদার
প্রমুখসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলার সহযোগী সংগঠন এবং বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ।
সম্মেলন শেষে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা ২০২৫-২০২৬ সেশনের সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ জসিম উদ্দিন, সহ-সভাপতি এডভোকেট পারভেজ তালুকদার সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক আংশিক কমিটি ঘোষণা করেন। #