অপারেশন ডেভিল হান্টে রবিবার ও সোমবার পর্যন্ত রাঙ্গামাটি জেলাতে আওয়ামীলীগ,ছাত্রলীগ,শ্রমিকলীগের মোট ৮জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার বিকেল ৩টায় রাঙামাটি শহরে ৩জন এবং কাউখালী উপজেলা থেকে ৫জন সহ মোট ৮জনকে আটক করে পুলিশ রাঙ্গামাটি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্যট আদালতলে হাজির করেন ।
রাঙ্গামাটি কাউখালী উপজেলা থেকে আটকজনরা হলেন।
জাফর আহমেদ(৩৫)ঘাগড়া ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সাবেক সভাপতি।
বিকাশ কান্তি দাশ( ২৮)কাউখালী উপজেলা সেচ্ছা সেবকলীগ সহ-সভাপতি। ইরফান আলী(১৮) সাবেক সাংগঠনিক সম্পাদক ঘাগড়া ওয়ার্ড ছাত্রলীগ,শাওন হাওলাদার(২১) সহ-সভাপতি ঘাগড়া কলেজ ছাত্রলীগ,জাকির হোসেন,কাউখালী উপজেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক। গত ২৪ ঘন্টায় তাদের কাউখালী উপজেলায় আটক করা হয়।
এছাড়া গতকাল রবিবার বিকালে রাঙামাটি শহরের বিভিন্ন স্থান থেকে আওয়ামীলীগ ও শ্রমিকলীগের আটককৃত নেতারা হলেন,রাঙামাটি পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মনসুর আলী, ৯নং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারন সম্পাদক মাওলা মিয়া এবং সদর উপজেলা শ্রমিকলীগের সভাপতিন শাহজালাল মাঝি।
তাদেরও আদালতে আনা হলে জেল হাজতে প্রেরনে নির্দেশ দেয়া হয়। বুধবার শুনানির দিন ধার্য্য করা হয়।
কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ জানান, নাশকতা সৃষ্টি করতে পারে এই অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতদের আজ বিকেল ৩টায় রাঙ্গামাটি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্যট আদালতলে হাজির করা হলে,আদালত সকলের জামিন না মন্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। আগামী বুধবার পরবর্তী শুনানীী দিন ধার্য্য করা হয়। #