আজ ০৮ফেব্রুয়ারী-২০২৫ রাঙ্গামাটির লংগদু উপজেলায় আজ এক গুরুত্বপূর্ণ সফর করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ)। সফরের অংশ হিসেবে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সভায় স্থানীয় উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা ও জনকল্যাণমূলক বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। এ সময় তিনি জনগণের বিভিন্ন সমস্যা ও প্রস্তাব শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।
এছাড়া সাম্প্রতিক ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত চারজনকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়। আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়ে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসক জানান।
সফরের অংশ হিসেবে তিনি লংগদু থানা পরিদর্শন করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন। পাশাপাশি, উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
জেলা প্রশাসকের এ সফরকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বেশ উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে লংগদুর সার্বিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করে জেলা প্রশাসন।#