Logo
শিরোনাম :
রাঙ্গামাটির মানিকছড়িতে যৌথ উদ্যোগে ঈদ উপহার বিতরণ আসছে ঈদের ছুটি হতে পারে ৯ দিন পার্বত্য উদ্যোক্তাদের পাশে থাকবো- অঙ্গিকার বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার রাঙ্গামাটিতে ২০০ পাহাড়বাসীর মাঝে সেনাবাহিনীর ইফতার ও ঈদ শুভেচ্ছা সামগ্রী বিতরণ দলবাজ সাংবাদিক যখন পল্টিবাজির ওস্তাদ ! বাফুফে, বিসিবি সদস্যদের নিয়ে বরিশাল স্পোর্টিং ক্লাবের ইফতার দোয়া-মাহফিল অনুষ্ঠিত। কাপ্তাই হ্রদে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাঙামাটিতে ১৫ মার্চ,ভিটামিন ”এ” ক্যাপসুল পাবে ৮৫ হাজার শিশু সাজেকে আগুনে ক্ষতিগ্রস্ত স্থানীয় লুসাই ও ত্রিপুরা পরিবারের পাশে – বিজিবি নালিতাবাড়ীতে চেক ছিনতাই ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সারাদেশের কবি ও শিল্পীদের মিলনমেলা রাঙ্গামাটিতে

রাঙামাটি প্রতিনিধি ( গিরি সংবাদ) / ৩৩ বার দেখা হয়েছে
শেষ আপডেট : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

কবি শিল্পী সাহিত্যিকদের প্রাণময়ী উচ্ছ্বাসে মুখরিত রাঙ্গামাটি। এ যেন পার্বত্য কাব্য সপ্তম সাহিত্য উৎসব-২০২৫ শুধু নয় এক মহা মিলনমেলা। এক টুকরো বাংলাদেশ এসে মিলিত হয়েছে সদর উপজেলার মিলনায়তনে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কবিতার জন্য ছুটে এসেছেন কবি, লেখক, সাহিত্যিক, গল্পকার, কন্ঠশিল্পী , সংস্কৃতিসেবী ও সুধীজন। খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকা, বাগেরহাট, সুনামগঞ্জ, খুলনা, দিনাজপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ, দুর্গাপুর, কুমিল্লা, নওগাঁ, সিলেট, রাজশাহীসহ সারা বাংলাদেশের থেকে অংশগ্রহণ করেন। আজ ৭ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. পার্বত্য কাব্য সপ্তম সাহিত্য উৎসব ২০২৫ অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বেতারের গীতিকার ও পার্বত্য কাব্য এর প্রধান উপদেষ্টা কবি হাসান মাহমুদ মঞ্জু আনুষ্ঠানিকভাবে উৎসব উদ্বোধন করেন। পার্বত্য কাব্য সপ্তম সাহিত্য উৎসবের সদস্য সচিব কবি রেজাউল করিম এর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য কাব্য’ রাঙ্গামাটি পার্বত্য জেলার সভাপতি কবি কাছেন রাখাইন। প্রধান আলোচক কবি ও গবেষক মাহমুদুল হক নিজামী, সম্পাদক দৈনিক দেশ জগৎ। বিশেষ অথিতির হিসেবে উপস্থিত ছিলেন কবি ওমর কায়সার বার্তা সম্পাদক, দৈনিক প্রথম আলো, কথাকোবিদ ও গবেষক ড. আজাদ বুলবল, কবি মজিবুর হক বুলবুল, সভাপতি, জেলা শিল্পকলা একাডেমী রাঙ্গামাটি।

পার্বত্য কাব্য সপ্তম সাহিত্য উৎসব ২০২৫ এ এবার রাঙ্গামাটির তিন কৃতিসন্তান ও বিশিষ্টজনকে বিশেষ অবদানের সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন কবিতায়- জনাব মুজিবুল হক বুলবুল, সংগীতে-গীতিকার ও কণ্ঠশিল্পী জনাব মনোজ বাহাদুর গুর্খা এবং গবেষণা সাহিত্যে- জনাব শাওন ফরিদ।

পুরোদেশ থেকে শিল্প ও সাহিত্যপ্রেমীদের একসাথে জড়োকরে এমন একটি সুন্দর ও প্রাণবন্ত ‘পার্বত্য কাব্য সপ্তম সাহিত্য উৎসব-২০২৫’ আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার বিশ্বাস এ উৎসবের মাধ্যমে সমগ্র জেলার সাথে রাঙ্গামাটির মানুষের সম্পর্ক আরো সুদৃঢ় হবে এবং উৎসবে অংশগ্রহণকারীরা রাঙ্গামাটি সম্পর্কে ইতিবাচক ধারণা পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ
Theme Created By Web Themes BD.Com