শেরপুর জেলার সদর উপজেলার তাড়াগড় গ্রামে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির উদ্যেগে এক অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ (ফেব্রুয়ারি) বুধবার বিকেলে জেলা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন আইনি সুরক্ষা কর্মসূচির
আয়োজনে উক্ত বৈঠকে উপস্থিত থেকে বিনামুল্যে আইন সহায়তা বিষয়ে পরামর্শ দেন সিনিয়র সহকারি জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার নয়ন চন্দ্র মোদক। তিনি ব্র্যাকের এই মহতি কর্মসূচির ভুয়সী প্রসংশা করেন। সরকারের সহযোগী হিসেবে ব্র্যাক গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে বলেও তিনি জানান।
এসময় ব্র্যাক শেরপুর জেলার সমন্বয়ক ফারহানা মিল্কি, সামাজিক ক্ষমতায়ন আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দী, অফিসার মিজানুর রহমানসহ স্থানীয় নারী-পুরুষ অভিভাবকগণ উপস্থিত ছিলেন।