দীর্ঘদিন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে কর্মরত থেকে চাকুরী বিধিবিধানের বদলীজনিত কারণে ডা: জয়া চাকমা, সিনিয়র কনসালটেন্ট ( গাইনী এন্ড অবস), কে ২ফেব্রুয়ারী শনিবার রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের পক্ষ থেকে বিদায় জানানো হয়। এই বিদায় অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন জেলা সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক ডা: নূয়েন খীসা, আবাসিক মেডিকেল অফিসার ডা: শওকত আকবর খান, সিনিয়র চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বিদায় বেলায় ডা: জয়া বলেন, বদলির কারণে এই হাসপাতাল ছেড়ে যেতে হচ্ছে, তবে এই হাসপাতালের তথা রাঙ্গামাটির প্রতিটি স্মৃতি, প্রতিটি হাসি, প্রতিটি অশ্রু আমার হৃদয়ে গেঁথে থাকবে। আপনাদের সবার প্রতি আমার শুভেচ্ছা। যতদিন আপনাদের মাঝে ছিলাম আমি আমার সর্বোচ্চ টুকু দিয়ে রাঙ্গামাটি বাসির সেবা করার চেষ্টা করেছি। আমার জন্য সবাই আশীর্বাদ করবেন। আমি যেনো যেখানেই থাকি, যেখানেই যাই, সেবা প্রার্থীদের সর্বোচ্চ সেবাটুকু নিশ্চিত করতে পারি। পরিশেষে রাঙ্গামাটি বাসীর প্রতি আমার কৃতজ্ঞতা এবং অত্র হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা।
সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক ডা: নূয়েন খীসা মহোদয় বলেন, আপনার সেবা ও দায়িত্ববোধ আমাদের মুগ্ধ করেছে। এই হাসপাতাল, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তথা রাঙ্গামাটির সকল জনসাধারণের পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাই। চাকরির বদলির কারণে আমাদের ছেড়ে আপনার যেতে হচ্ছে, তবে এই হাসপাতালে কাটানো আপনার স্মৃতিগুলো আমাদের সাথে থাকবে। বিদায় বলছি, তবে ভালোবাসা রয়ে যাবে।
আবাসিক মেডিকেল অফিসার ডা: শওকত আকবর খান ডা: জয়া চাকমার দায়িত্ববোধ, সহযোগিতা, কাটানো সময়গুলো বিনয়ের সাথে স্মরণ করেন।#