গত ২৯ জানুয়ারী২০২৫ খ্রিঃ বুধবার রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র দুই বছর (২০২৫-২০২৭) মেয়াদের কার্যনির্বাহী কামিটির সভাপতি,সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে জনাব মোহাম্মদ মামুনুর রশীদ,সিনিয়র সহ-সভাপতি পদে জনাব আলী বাবর ও সহ-সভাপতি পদে জনাব নেছার আহমেদ নির্বাচিত হন এবং পরিচালক পদে কার্যনির্বাহী কমিটির মোট ১৭ (সতের) জন পরিচালক নির্বাচিত হন। সর্বমোট ২০ (বিশ) সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি জনাব আবদুল ওয়াদুদ নবনির্বাচিত সভাপতি জনাব মোহাম্মদ মামুনুর রশিদ, নবনির্বাচিত সিঃ সহ-সভাপতি জনাব আলী বাবর ও নবনির্বাচিত সহ-সভাপতি জনাব নেছার আহমেদ কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, এরপর নবনির্বাচিত সভাপতি,সি:সহসভাপতি ও সহ-সভাপতি বিদায়ী সভাপতি জনাব আবদুল ওয়াদুদ কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নির্বাচিত পরিচালকরা এসময় উপস্থিত ছিলেন। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচনী কর্মকর্তা মোস্তফা কামাল উদ্দিন আহমেদ,সহকারি নির্বাচনী কর্মকর্তা মোঃ শামীম জাহাঙ্গীর,সহকারি নির্বাচনী কর্মকর্তা আবু নাছের বিপ্লব এবং নির্বাচন কমিশনের সচিব মু. শাব্বির আহম্মদ।
নির্বাচনের ফল প্রকাশের পর বিদায়ী সভাপতি জনাব আবদুল ওয়াদুদ নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ এর নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।
রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র দুই বছর মেয়াদী নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির (২০২৫-২০২৭) সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ, সিঃ সহ-সভাপতি জনাব আলী বাবর,সহ-সভাপতি জনাব নেছার আহমেদ,পরিচালক পদে জনাব মোঃ আব্দুল ওয়াদুদ, জনাব মোঃ কামাল উদ্দিন,জনাব মোঃ নিজাম উদ্দিন,জনাব মোঃ হারুনুর রশিদ মাতব্বর, জনাব মোঃ জহির উদ্দীন চৌধুরী,জনাব মোঃ মনিরুজ্জামান মহসিন রানা,জনাব মেহেদী আল মাহবুব, জনাব আবুল মনসুর ওবায়দুল্লাহ,জনাব মঈন উদ্দিন সেলিম,জনাব সফিকুল ইসলাম চৌধুরী,জনাব মোঃ শফিকুল ইসলাম,জনাব হাজী জহির আহম্মদ, জনাব দেবজ্যোতি চাকমা, জনাব মোঃ আবদুল কুদ্দুছ,জনাব আবদুল মন্নান,জনাব মোঃ জসীম উদ্দিন,জনাব মোঃ শামীম খাঁন।#