শেরপুরের নালিতাবাড়ীর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: শাহাব উদ্দিন (৭৬) আর নেই। (ইন্নালিল্লাহি – রাজিউন)।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৫ টার দিকে নালিতাবাড়ী পৌরশহরের চকপাড়া নিজ বাড়িতে তিনি মৃত্যু বরণ করেন।
রবিবার বাদ জোহর হিরন্ময়ী হাই স্কুল এন্ড কলেজ মাঠে ইউএনও ফারজানা আক্তার ববি ও ওসি সোহেল রানা’র উপস্থিতিতে গার্ড অব অনার ও নামাজে জানাজা শেষে পৌরশহরের শাহী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: শাহাব উদ্দিন অবিভক্ত নালিতাবাড়ী-কাকরকান্দি ইউপি ও পরবর্তীতে নালিতাবাড়ী ইউপির চেয়ারম্যান ছিলেন। তিনি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ২বার কমান্ডারের দায়িত্ব পালন করেছেন।
মৃত্যু কালে তিনি ছেলে, মেয়ে, স্ত্রী, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার ১ম ছেলে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। ২য় ছেলে ঠিকাদারী ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। তৃতীয় ছেলে মোস্তাফিজুর রহমান পিপিএম বর্তমানে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া স্বজনদের অনেকে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও অন্যান্য স্থানে অধিষ্ঠিত।
মো: শাহাব উদ্দিনের মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে শোক এবং সমবেদনা জানিয়েছেন।