শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মজিবর রহমান চৌধুরী মওলানা ভাসানী লিডারশীপ অ্যাওয়ার্ড ২০২৪ পেলেন। বাংলাদেশ ওয়েল ফেয়ার ফাউন্ডেশন নামে একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন তাকে ওই অ্যাওয়ার্ড প্রদান করেন।
বিএনপি নেতা মজিবর রহমান চৌধুরীকে শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকাস্থ পুরানা পল্টন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আয়োজিত ‘মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কর্মময় জীবন’ শীর্ষক আলোচনা সভা শেষে ওই লিডারশীপ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা শেখ মো. আমির হামজা।
এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গঠনতন্ত্র সংষ্কার কমিটির চেয়ারম্যান সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া, সাবেক অতিরিক্ত সচিব ম্যাজিস্ট্রেট মো. রোকন উদ-দৌলা ও অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন।
সুত্রে জানা গেছে, বাংলাদেশ ওয়েল ফেয়ার ফাউন্ডেশন নামে একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রতি বছর সাংগঠনিক কাজে দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সংগঠনের কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা মন্ডলী মওলানা ভাসানী লিডারশীপ অ্যাওয়ার্ড প্রদান করে থাকেন।
এ ধারাবাহিকতায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান চৌধুরীকে ওই মওলানা ভাসানী লিডারশীপ অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান করা হলো।
বিএনপি নেতা মজিবর রহমান চৌধুরী বলেন, অ্যাওয়ার্ড পাওয়ার পর আমার দায়িত্ব আরো বেড়ে গেল। আমি সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। যাতে আরো বেশি করে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করতে পারি।#