শেরপুরের নালিতাবাড়ীতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শ্রমিকনেতার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার যোগানিয়া ইউনিয়নের গড়াকুড়া মসজিদ বাজারে উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক, কারা নির্যাতিত নেতা আমিরুল ইসলামের আয়োজনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র দির্ঘায়ু ও আশু রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল অনূষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যোগানিয়া ইউনিয়নের কৃতিসন্তান, উপজেলা শ্রমিকদলের যুগ্ম সম্পাদক ও সমাজসেবক আমিরুল ইসলাম।
এসময় ইউপি মেম্বার জমশেদ আলী, সাবেক মেম্বার আমজাদ আলী, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মানিক মিয়া, উপজেলা শ্রমিকদলের সদস্য ফারুক মিয়া, যোগানিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মুক্তব আলী, সিনিয়র সহ সভাপতি মজিবর রহমান, উপজেলা জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান-অটো চালক দলের
আহবায়ক হামিদুল ইসলাম হারুন মেম্বার, যুগ্ম আহবায়ক জুলহাস সরকার, মুকুল মিয়া, সোহেল মিয়া, অটো চালকদলের যোগানিয়া ইউনিয়নের যুগ্ম আহবায়ক আলম মিয়া, ফিরুজ মিয়া,
যোগানিয়া ইউনিয়ন বিএনপি নেতা লাল মিয়া, বাদশা মিয়া, আজগর আলী, ইসমাইল হোসেন, গোলাম মোস্তফা, শাহজাহানসহ অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশ নেন।
শ্রমিক নেতা আমিরুল ইসলাম বলেন- আওয়ামী ষড়যন্ত্রের শিকার আমাদের বিএনপির আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। তার দির্ঘায়ু ও সুস্থতা কামনায় আমি ব্যাক্তিগত ভাবে মিলাদ ও দোয়ার আয়োজন করেছি। আল্লাহ্ যেন প্রিয় নেত্রীকে দ্রুত পুর্নসুস্থতা দান করেন। তিনি যেন ফিরে এসে দেশ ও জনগণের সেবা করতে পারেন সবার কাছে এই দোয়া চাই।