Logo
শিরোনাম :
নালিতাবাড়ীতে সংবাদ সম্মেলনে ০২০ এর বিরুদ্ধে পরিবহন সেক্টরে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে বিজিবির অভিযানে সোয়া ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ বিএনপি নেতা মজিবর চৌধুরী মওলানা ভাসানী লিডারশীপ অ্যাওয়ার্ড পেলেন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নালিতাবাড়ীতে শ্রমিকনেতার দোয়া মাহফিল পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বাঁশ গুরুত্বপূর্ণ উপাদান-উপদেষ্টা সুপ্রদীপ চাকমা রাঙামাটিতে শুরু হল ১০দিনব্যাপী লোক ও কারুশিল্প মেলা ঢাকায় পাহাড়ি শিক্ষার্থীদের ওপর হামলা ঃ রাঙ্গামাটিতে প্রতিবাদ কলকাতা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিআরএ সাধারণ সম্পাদক নূরুল আমিন লাখ টাকা জরিমানা ! রাজস্থলীতে ২ ইটভাটা বন্ধ

ভিসি নিয়োগের দাবীতে রাঙ্গামাটিতে বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র- ছাত্রীদের অবস্থান ধর্মঘট।

মোকাদ্দেম সাইফ(গিরি সংবাদ) রাঙ্গামাটি / ১৭ বার দেখা হয়েছে
শেষ আপডেট : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

ভিসি নিয়োগের দাবীতে ৪৮ ঘন্টার আল্টিমেডাম দিয়ে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অবস্থান ধর্মঘট সহ নানান কমর্সূচী পালন করছে রাঙ্গামাটি শহরে।
আজ সকাল ১১টা থেকে রাঙ্গামাটি শহরের প্রানকেন্দ্র ব্যস্ততম বনরুপায় চট্রগ্রাম- রাঙ্গামাটি মহাসড়কের উপর অবস্থান ও বিশ্ববিদ্যালয়ের পরিবহন গাড়ী দিয়ে রাস্তা ব্লক করে শতশত ছাত্র-ছাত্রী প্লে-কার্ড,ফ্যাস্টুন,ব্যানার নিয়ে মিছিল ও স্লোগানে স্লোগানে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে অবস্থান ধর্মঘট করছে।
আন্দোলনকারীরা বক্তব্যে বলেন, গত ১৮ ই আগষ্ট হতে আমাদের বিশ্ববিদ্যালয়েভিসি,প্রো-ভিসি, রেজিষ্টার সহ গুত্বপূর্ণ অনেক পদে কোন জনবল নেই, দীর্ঘসময় ভিসি না থাকায় বিশ্ববিদ্যালয় অভিভাবকহীন হয়ে পড়েছে। এতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষক নিয়োগসহ নানা ধরনের জটিলতা দেখা দিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। ৫মাস ধরে আমরা সরকারের কাছে সকল গনতান্ত্রিক প্রক্রিয়া দৃষ্টি আকর্ষণ করে স্মারলিপি সহ বিভিন্নভাবে সরকারের কাছে ভিসি নিয়োগের দাবী করে আসছি,কিন্তু সরকার ও সংলিষ্টা বিভাগ কোন প্রকার উদ্যেগও নেননি এখনও, আমাদের শিক্ষাজীবন ধ্বংসের দ্বারপ্রান্তে,বিশ্বাবিদ্যালয়ের শিক্ষা পরিবেশ
খুব নাজুক ও ভংগুর অবস্থা, অনতি বিলম্বে আমাদের দাবী পূরণ করে,আমাদের শিক্ষা জীবন ফিরেয়ে দেওয়ার জোর দাবী জানাচ্ছি,না হলে আমরা আরো অধিকতর কঠোর কর্মসুচীতে যাব।
এদিকে শিক্ষার্থীদের আকস্মিক এই আন্দোলনে পুরো রাঙামাটি শহরে তীব্র যানজটের পাশাপাশি চরম দূর্ভোগ ও বিড়ম্বনায় পড়ে শহরবাসী। সৃষ্ট পরিস্থিতিতে রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন ও রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মারূফ আহামেদ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্ঠা চালান। এতেও শিক্ষার্থীরা আন্দোলন থেকে সরে আসলে বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্ঠার দপ্তরের সাথে কথা বলেন তারা।  
এমনি পরিস্থিতির এক পর্যায়ে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর নেতৃত্বে বিএনপির একটি দল ঘটনাস্থলে যায়। এসময় তারা সকল আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনা করে আগামী বুধবারের মধ্যে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের আশ্বাস প্রদান করা হয়।
এসময় রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপু শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক থেকে প্রাপ্ত তথ্যানুসারে আমি তোমাদেরকে আশ্বস্থ করছি বুধবারের মধ্যেই ভিসি নিয়োগ সম্পন্ন করা হবে,অন্যথায় আগামী বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো রাঙামাটি জেলায় অবরোধ কর্মসূচী পালন করবো আমরা। জেলা বিএনপির সভাপতির এমন আশ্বাসে শিক্ষার্থীরা তাদের অবরোধ কর্মসূচী তুলে নিয়ে বিক্ষোভ মিছিল করে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে আগামী বুধবার পর্যন্ত তাদের আন্দোলন স্থগিতের ঘোষণা দেয়। 
এরআগে আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, গত ১৮ই আগষ্টের পর সেসময়ের ভিসি পদত্যাগ করার পর দীর্ঘসময় ধরে ভিসি না থাকায় রাবিপ্রবি অভিভাবকহীন হয়ে পড়েছে। ভিসি নিয়োগের ঘোষণা না দেওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।
এ অভিবাবকহীনতায় স্বাভাবিক শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষক নিয়োগসহ নানা ধরনের জটিলতা দেখা দিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হলেও আমাদের বিশ্ববিদ্যালয়ে ভিসি নেই। সরকার আমাদের নিয়ে কোনো চিন্তাই করছে না। তাই আমরা সবাই বনরূপায় একত্র হতে বাধ্য হয়েছি। আমরা শান্তিপূর্ণ সমাবেশ থেকে ডিসির মাধ্যমে উপদেষ্টাদের জানাতে চাই। ৭২ ঘন্টার মধ্যে আমাদের ভিসি দিতে হবে। তা না হলে আমরা কঠোর অবস্থানে যাব।
তাদের এই অবস্থান ধর্মঘট প্রায় তিন ঘন্টা পর্যন্ত সবকিছু বন্ধ করে চলছিল ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ
Theme Created By Web Themes BD.Com