Logo
শিরোনাম :
নালিতাবাড়ীতে সংবাদ সম্মেলনে ০২০ এর বিরুদ্ধে পরিবহন সেক্টরে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে বিজিবির অভিযানে সোয়া ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ বিএনপি নেতা মজিবর চৌধুরী মওলানা ভাসানী লিডারশীপ অ্যাওয়ার্ড পেলেন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নালিতাবাড়ীতে শ্রমিকনেতার দোয়া মাহফিল পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বাঁশ গুরুত্বপূর্ণ উপাদান-উপদেষ্টা সুপ্রদীপ চাকমা রাঙামাটিতে শুরু হল ১০দিনব্যাপী লোক ও কারুশিল্প মেলা ঢাকায় পাহাড়ি শিক্ষার্থীদের ওপর হামলা ঃ রাঙ্গামাটিতে প্রতিবাদ কলকাতা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিআরএ সাধারণ সম্পাদক নূরুল আমিন লাখ টাকা জরিমানা ! রাজস্থলীতে ২ ইটভাটা বন্ধ

রাঙামাটি সরকারি কলেজ ক্যাম্পাসে ২ মাদকসেবী আটক

নিজস্ব প্রতিবেদক(গিরি সংবাদ)রাঙ্গামাটি। / ৫২ বার দেখা হয়েছে
শেষ আপডেট : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

দুই বহিরাগতকে রাঙামাটি সরকারি কলেজ ক্যাম্পাসে মাদক সেবনের অভিযোগে আটক করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় কলেজের প্রশাসনিক ভবনের পিছন থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. সাগর (১৯) ও রমজান হোসেন (২১) বছর।
পুলিশ ও কলেজ সূত্রে জানা যায়, সাগর ও রমজান কলেজ ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করে প্রকাশ্যে গাঁজা সেবন করছিলেন। বিষয়টি নজরে আসলে কলেজ নিরাপত্তাকর্মীরা তাৎক্ষণিকভাবে কলেজ প্রশাসনকে জানান। এরপর কলেজ নিরাপত্তাকর্মীরা অভিযান চালিয়ে মাদকসেবকদের গাঁজা খাওয়ার উপকরণসহ তাদেরকে হাতেনাতে আটক করে। তাদের কাছ থেকে ২ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়।
কলেজ প্রশাসনের একজন কর্মকর্তা জানান, ক্যাম্পাসে বহিরাগতদের মাদক সেবনের প্রবণতা নতুন নয়। গত রবিবারও মাদক সেবনের সময় নৈশপ্রহরী তাদের বাঁধা দিলে তারা নৈশ প্রহরীর ওপর হামলা চালায়। এ ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
আটককৃতদের পুলিশের কাছে সোপর্দ করা সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু সৈয়দ সহ ইংরেজী বিভাগের প্রধান প্রফেসর আবুল হাসেম, প্রশাসনিক কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসী উপস্থিত ছিলেন। এএসআই জসিম উদ্দিন জাফরের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের থানায় নিয়ে যায়।
এ বিষয়ে রাঙামাটি সদর থানার ওসি সাহেদ উদ্দিন বলেন, মাদক সেবনের অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কলেজ ক্যাম্পাসে এমন কার্যকলাপ প্রতিরোধে আমরা তৎপর রয়েছি এবং এ বিষয়ে কলেজ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সুদীর্ঘ ১০ বছরকালীন উক্ত কলেজে অধ্যাপনায় রয়েছেন এমন একজন সম্মানীত প্রফেসর কলেজ ক্যাম্পাসের এ নাজুক পরিস্থিতি নিয়ে বলেন, কলেজ ক্যাম্পাস জুড়ে মাদকের আখড়া দীর্ঘ দিন হতে চলছে, কলেজের নিরাপত্তা বেস্টনী বা প্রাচীর না থাকাতে, এসব অবৈধ মাদক ব্যবসায়ী ও সেবকরা তাদের ব্যবসার নিরাপদ ঘাটিতে পরিণত করেছে কলেজের আশপাশ, পাশ্ববর্তী এলাকা ও কাটাঁছড়ির বসবাসকারীদের অধিকাংশের কলেজ ক্যাম্পাসের উপর দিয়ে চলাচলের কারণে, কলেজ এলাকা অত্যন্ত নিরাপ্তাহীনতায় ও ঝুকিঁপুর্ণ। এসব মাধক সিন্ডিকেটের পিছনে স্থানীয় রাজনৈতিক লেবাসের কিছু লোকের সরাসরি মদদ ও সহযোগিতা রয়েছে। এগুলো নির্মূল করতে হলে আইন শৃঙ্খলাবাহিনী সহ জেলা প্রসাশনকে কঠোর পদক্ষেপ নিতে হবে, সাথে সহযোগীতা প্রয়োজন জেলার রাজনৈতিক দ্বায়িত্বশীল নেতৃবৃন্দের আন্তরিক সৎ-ইচ্ছা ও সহযোগিতা।
তিনি আরো জানা, বিস্ময়ের বিষয় দুজনকে আটক করে নিয়ে যাওয়ার পরে আরো ২০/২৫ জনের একটি দল পরক্ষণে কলেজ ক্যাম্পাসের আশে পাশে অবস্থান নিয়ে অনুরুপ কাছে লিপ্ত হতে দেখা যায়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ
Theme Created By Web Themes BD.Com