Logo
শিরোনাম :
নালিতাবাড়ীতে সংবাদ সম্মেলনে ০২০ এর বিরুদ্ধে পরিবহন সেক্টরে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে বিজিবির অভিযানে সোয়া ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ বিএনপি নেতা মজিবর চৌধুরী মওলানা ভাসানী লিডারশীপ অ্যাওয়ার্ড পেলেন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নালিতাবাড়ীতে শ্রমিকনেতার দোয়া মাহফিল পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বাঁশ গুরুত্বপূর্ণ উপাদান-উপদেষ্টা সুপ্রদীপ চাকমা রাঙামাটিতে শুরু হল ১০দিনব্যাপী লোক ও কারুশিল্প মেলা ঢাকায় পাহাড়ি শিক্ষার্থীদের ওপর হামলা ঃ রাঙ্গামাটিতে প্রতিবাদ কলকাতা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিআরএ সাধারণ সম্পাদক নূরুল আমিন লাখ টাকা জরিমানা ! রাজস্থলীতে ২ ইটভাটা বন্ধ

সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য চিঠি ও ছবি প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সৌমেন মন্ডল(গিরি সংবাদ) রাজশাহী / ২১ বার দেখা হয়েছে
শেষ আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

বাড্ডা থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কর্তৃক ‘দৃষ্টি আকর্ষন’ শিরোনামে আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তারকে হেয় করে গত ১৫ ডিসেম্বর একটি মিথ্যা,বানোয়াট চিঠি ইস্যু করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৩ ডিসেম্বর বিকেল ৪টায় কুহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও জনসাধারণের উপস্থিতিতে উন্মুক্ত সংবাদ সম্মেলনে উদ্দেশ্য প্রনোদিত চিঠির প্রতিবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী বিএনপি নেতা আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তার।
লিখিত বক্তব্য তিনি বলেন, আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমার বিরুদ্ধে যড়যন্ত্রমূলক মিথ্যা চিঠির। চিঠিতে উল্লেখ করা আমার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসরদের সাথে আমার কোন সম্পর্ক নেই।
তিনি আরো বলেন,শহীদ চেয়ারম্যান নুর মোহাম্মদ নুরু ভাই এর হাত ধরে আমি রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করি। ওই সময় আমরা আওয়ামী বিরোধী রাজনীতি করতাম। তখন আমরা আওয়ামী বিরোধী গ্রুপ হিসাবে পরিচিত ছিলাম। নুরু ভাই শহীদ হওয়ার পর প্রয়াত সাতাহার চেয়ারম্যান এলাকার রাজনীতির হাল ধরেন। পরবর্তীতে বিএনপির জন্ম হলে আমরা আওয়ামী বিরোধী গ্রুপ বিএনপির রাজনীতিতে যোগদান করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের/মেরামতের একত্রিশ দফার আলোকে এলাকায় বিভিন্ন রকমের সামাজিক উন্নয়ন মূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি।
আপনারা হয়তো ইতিমধ্যে অবগত হয়েছেন যে,বাড্ডা থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কর্তৃক দৃষ্টি আকর্ষন শিরোনামে আমাকে কেন্দ্র করে ১৫.১২.২০২৪ তারিখে যে চিঠি ইস্যু করা হয়েছে,আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি । আমার নামে আনীত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসরদের সাথে আমার কোন সম্পর্ক নাই।
বিশেষ করে একটি কুচক্রী মহল আমাকে আওয়ামী লীগ বানানোর জন্য যে ষড়যন্ত্র করছে তা সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন। দুষ্কৃত কারীরা আমার ছবি সুপার এডিট করে আমাকে পতিত আওয়ামী লীগ এর সাথে জড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। প্রকৃত পক্ষে ঘৃণিত আওয়ামী লীগের সাথে আমার কোন সম্পর্ক নাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,দুর্গাপুর উপজেলা বিএনপির আহবায়ক কামরুজ্জামান আয়নাল,ইউপি সদস্য নুরুল ইসলাম, ৫নং ঝালুকা ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ ইন্তাজ আলী মেম্বার, আলহাজ আব্দুস সাত্তার (হেজাতী পাড়া),আব্দুস সালাম, আব্দুল মজিদসহ বিভিন্ন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ
Theme Created By Web Themes BD.Com