Logo
শিরোনাম :
নালিতাবাড়ীতে সংবাদ সম্মেলনে ০২০ এর বিরুদ্ধে পরিবহন সেক্টরে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে বিজিবির অভিযানে সোয়া ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ বিএনপি নেতা মজিবর চৌধুরী মওলানা ভাসানী লিডারশীপ অ্যাওয়ার্ড পেলেন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নালিতাবাড়ীতে শ্রমিকনেতার দোয়া মাহফিল পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বাঁশ গুরুত্বপূর্ণ উপাদান-উপদেষ্টা সুপ্রদীপ চাকমা রাঙামাটিতে শুরু হল ১০দিনব্যাপী লোক ও কারুশিল্প মেলা ঢাকায় পাহাড়ি শিক্ষার্থীদের ওপর হামলা ঃ রাঙ্গামাটিতে প্রতিবাদ কলকাতা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিআরএ সাধারণ সম্পাদক নূরুল আমিন লাখ টাকা জরিমানা ! রাজস্থলীতে ২ ইটভাটা বন্ধ

পাবনা জেলাপরিষদের চেয়ারম্যান পাকন এর অপকর্মের ফিরিস্তি

বিশেষ প্রতিনিধি(গিরি সংবাদ) পাবনা / ২৮ বার দেখা হয়েছে
শেষ আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

২০২৩-‘২৪ অর্থ বছরে বিভিন্ন প্রকল্পের নামে পাবনা জেলা পরিষদের সরকারি তহবিল থেকে টাকা হাতিয়ে নিয়েছে জেলা পরিষদের চেয়ারম্যান গং।
২০২২-‘২৩ অর্থ বছরে জেলা পরিষদ অফিস ভবনের সম্মুখে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল এর সৌন্দর্য বর্ধনের জন্য ব্যয় করা হয়েছে ১৬ লাখ টাকা। চলতি অর্থ বছরে (২০২৩-‘২৪) শহরের চারতলা মোড়ে ও জুবলি ট্যাঙ্ক চত্বরে মুক্তিযুদ্ধের স্মারক নির্মাণ বাবদ খরচ করা হয়েছে ২৫ লাখ টাকা।
জেলার বিভিন্ন স্থানে যাত্রী ছাউনি ও গণশৌচাগার নির্মাণ বাবদ ২০২২-‘২৩ খরচ করা হয়েছে ৪০ লাখ টাকা। উল্লেখ্য গণশৌচাগারগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে মাত্র এক বছরেই। একই অর্থ বছরে জেলার বিভিন্ন উপজেলায় ৭ টি পুকুর সংস্কার বাবাদ ব্যয় করা হয়েছে ৩৫ লাখ টাকা। পাবনা শহরের প্রাণকেন্দ্রে ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন বাবদ একই অর্থ বছরে খরচ করা হয়েছে ১০ লাখ টাকা। কোথায়ও কোন ডিজিটাল ডিসপ্লে বোর্ড এখন আর অবশিষ্ট নেই। কাগজপত্রে ভুয়া টেন্ডার দেখিয়ে সাঁথিয়া উপজেলা সদরের অডিটোরিয়ামে কাম কমিউনিটি সেন্টার মেরামত বাবদ খরচ দেখানো হয়েছে ৩০ লাখ টাকা।
সঠিক ঠিকানা নেই এমন প্রকল্প দেখিয়ে একই অর্থ বছরে খরচ করা হয়েছে ৩ লাখ ৯৬ হাজার ২৫০ টাকা। নথিপত্র ঘেঁটে দেখা গেলো সাঁথিয়া উপজেলার কিতাই এর বাড়ি থেকে বারেক মোল্লার বাড়ি পর্যন্ত ২৪০ ফুট রাস্তা পাকাকরণে এই পরিমাণ টাকা খরচ করা হয়েছে। এটা কোন গ্রামে তার উল্লেখ নেই।
সুজানগর উপজেলার সাতবাড়িয়া রাস্তার প্যালাসাইডিং নির্মাণ বাবদ ব্যয় করা হয়েছে ১২ লাখ ১৫ হাজার টাকা। চাটমোহর উপজেলার পবাখালি দক্ষিণ পাড়া মসজিদের ছাদ মেরামতে খরচ করা হয়েছে ৮ লাখ টাকা। দেবোত্তর ডিগ্রি কলেজের গেট নির্মাণে ব্যয় করা হয়েছে ৫ লাখ টাকা। পাবনা পৌরসভা এলাকার রাধানগর ও সদর উপজেলার কিসমতপ্রতাপপুর ড্রেন ও রাস্তা নির্মাণে ব্যয় করা হয়েছে ৩০ লাখ ৭০ হাজার টাকা। ফরিদপুর উপজেলার বালুঘাটা ঈদগাঁ মাঠের গেট নির্মাণে ব্যয় করা হয়েছে ৫ লাখ টাকা।
২০২৩-‘২৪ অর্থ বছরে বিভিন্ন প্রকল্প দেখিয়ে ব্যয় করা হয়েছে ৪ কোটি ৫০ লাখ টাকা। এর মধ্যে রয়েছে জেলার বিভিন্ন স্থানে সোলার ল্যাম্প স্থাপন বাবদ ৩ লাখ টাকা এবং শিক্ষা উপকরণ বিতরণ বাবদ ১১ লাখ ৪০ হাজার টাকা। বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য ব্যাটারিচালিত যানবাহন (বোরাক) বিতরণ ও নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ বাবদ ব্যয় দেখানো হয়েছে ২৭ লাখ টাকা। বিভিন্ন স্থানে সাব-মারসিবল পাম্প স্থাপন বাবদ খরচ করা হয়েছে ৩৪ লাখ টাকা।
কাশিনাথপুর মোড়ে ফুলবাগান করার জন্য ব্যয় করা হয়েছে ৩ লাখ টাকা। উল্লেখ্য, সেখানে ফুল বাগানের কোন চিহ্ন নেই।
বৃক্ষ রোপন বাবদ ২০২২-‘২৩ এবং ২০২৩-‘২৪ অর্থ বছরে প্রায় আড়াই কোটি টাকা খরচ দেখানো হয়েছে।
বিগত বছরগুলোতে ভুয়া প্রকল্প দেখিয়ে সরকারি অর্থ লুটপাট করেছে আওয়ামী লীগ মনোনীত জেলা পরিষদের চেয়ারম্যানগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ
Theme Created By Web Themes BD.Com