পর্যটনগরী রুপের রানী রাঙ্গামাটিতে রুচিঁ ও স্বাদের অনন্য বৈচিত্রময়তা নিয়ে বানিজ্যিক শুভ যাত্রা শুরু হল চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাদ্যপ্রতিষ্টান মধুবন অভিজাত মিষ্টি বিপনী’র।
১৬ ডিসেম্বর সকাল ১১টায় রাঙ্গামাটির বানিজ্যিক প্রাণকেন্দ্র ঐতিহাসিক রিজার্ভ বাজার সিএনজি ষ্টেশনে শুভ উদ্বোধন হল চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাদ্য উৎপাদনকারী প্রতিষ্টান মধুবন অভিজাত মিষ্টি বিপনী রিজার্ভ বাজার শাখা। ঝাকঁজমকপূর্ন এক অনাড়ম্বর অনুষ্ঠানের প্রধান অথিতি মধুবন গ্রুপের চেয়ারম্যান নূরুল আবছার উদ্বোধনী ফিতা ও কেক কাটার মধ্য দিয়ে শাখার শুভ-উদ্বোধন করেন। এসময় মধুবনের পরিচালক নুরুল হক,নুরুল আমিন,এস এম কাইছার উদ্দিন হেড অফ একাউন্টস মধুবন,রিজার্ভ বাজার জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা হাফেজ নঈম উদ্দিন আল-কাদেরী ও রাঙ্গামাটি পৌরসভার সাবেক ১নং ওয়ার্ড কমিশনার হেলাল উদ্দীন,মধুবন রিজার্ভ বাজার শাখার সত্বাধিকারী হাজী আবু তাহের,বিশিষ্ট কাঠব্যবসায়ী হাজী জসিম উদ্দিন,হাজী আলী আকবর সত্বাধিকারী তৈয়বিয়া হার্ডওয়্যার,বিশিষ্ঠ ব্যবসায়ী হাজী নুরুল ইসলাম তালুকদার সহ স্থানীয় ব্যবসায়ী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্টানে উপস্থিতিজনরা এই ধরনের একটি খ্যাতনামা খাদ্যপন্য প্রতিষ্ঠান হাতের কাছে পেয়ে খুবই উচ্ছসিত ও আনন্দিত। গ্রাহকের উন্নত সেবা,মূল্যে ন্যায্যতা,সুন্দর ব্যবহার,খাদ্যসামগ্রীর গুনগত মান, পরিবেশনে পরিস্কার পরিছন্নতা ও বিশ্বস্থতায় মধুবন তার উত্তম গ্রাহকসেবা সদা-সর্বদা বজায় রাখবে এ প্রত্যাশা এলাকাবাসীর। #