Logo
শিরোনাম :
নালিতাবাড়ীতে সংবাদ সম্মেলনে ০২০ এর বিরুদ্ধে পরিবহন সেক্টরে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে বিজিবির অভিযানে সোয়া ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ বিএনপি নেতা মজিবর চৌধুরী মওলানা ভাসানী লিডারশীপ অ্যাওয়ার্ড পেলেন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নালিতাবাড়ীতে শ্রমিকনেতার দোয়া মাহফিল পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বাঁশ গুরুত্বপূর্ণ উপাদান-উপদেষ্টা সুপ্রদীপ চাকমা রাঙামাটিতে শুরু হল ১০দিনব্যাপী লোক ও কারুশিল্প মেলা ঢাকায় পাহাড়ি শিক্ষার্থীদের ওপর হামলা ঃ রাঙ্গামাটিতে প্রতিবাদ কলকাতা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিআরএ সাধারণ সম্পাদক নূরুল আমিন লাখ টাকা জরিমানা ! রাজস্থলীতে ২ ইটভাটা বন্ধ

প্রাথমিক ভাবে দেশের চারটি নোটের নকশায় আসছে পরিবর্তন।

বিশেষ প্রতিনিধি(গিরি সংবাদ) ঢাকা / ৩৪ বার দেখা হয়েছে
শেষ আপডেট : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

বহুল আলোচিত বাংলাদেশি ২০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা ও ১০০০ টাকা মূল্যমানের নতুন নোট আগামী ছয় মাসের মধ্যে বাজারে আসবে। বাংলাদেশ ব্যাংক এই তথ্য প্রকাশ করার পর নতুন নোটের নকশার উপাদান নিয়ে মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল।
নতুন নোট আসার বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। তিনি সাংবাদিকদের বলেন, “নতুন নকশায় টাকা ছাপার বিষয়ে সরকারের অনুমোদন পাওয়া গেছে। এখন বাকি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আশা করছি, আগামী ছয় মাসের মধ্যে বাজারে আসতে পারে নতুন নকশার টাকা।”
কেন্দ্রীয় ব্যাংকের ঘনিষ্ঠ সূত্রগুলো নকশায় সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিতে দিয়েছে। নতুন টাকার নকশায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আইকনিক প্রতিকৃতি আর নাও থাকতে পারে বলে ধারণা করছেন তারা। এর পরিবর্তে যুক্ত হবে ধর্মীয় স্থাপনা,বাঙালি ঐতিহ্যসহ “জুলাই বিপ্লবের গ্রাফিতি”।
কেন্দ্রীয় ব্যাংকের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, সরকার নতুন নোট মুদ্রণের অনুমোদন দিয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করার পর ছয় মাসের মধ্যে সেগুলোর প্রচলন করা হবে বলে আশা করা হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন,বর্তমান নকশা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নেওয়া হবে। প্রাথমিকভাবে চারটি নোটের নকশায় পরিবর্তন করা হচ্ছে। পরবর্তী সময়ে ধাপে ধাপে দেশের সব ধরনের ব্যাংক নোটের নকশা পরিবর্তন করা হবে।
বাংলাদেশে মুদ্রা ছাপানোর কাজটি করে দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (বাংলাদেশ) লিমিটেড,যা “টাঁকশাল” নামে পরিচিত। টাঁকশালের এক কর্মকর্তা জানান,চলতি ডিসেম্বর মাসেই টেন্ডার আহ্বান করা হবে। এ প্রক্রিয়া শেষ হলে ছাপার কাজ শুরু হবে। নতুন টাকা আগামী জুনের আগেই বাজারে আসবে।
বর্তমানে ১, ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার ১০টি কাগুজে নোট বাজারে রয়েছে। এর মধ্যে ২ টাকা থেকে শুরু করে ১০০০ টাকা পর্যন্ত সব কাগুজে নোটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আছে। কোনো কোনো নোটের দু’পাশে বঙ্গবন্ধ শেখ মুজিবের ছবি রয়েছে। এ ছাড়া ধাতব মুদ্রা গুলোতেও তাঁর ছবি আছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ
Theme Created By Web Themes BD.Com