শেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের ক্যাম্পাসে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির সহযোগিতায় এক মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত দিবসটি পালন উপলক্ষে মানবন্ধনে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার আমিনুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হাফিজা আমিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারী পরিচালক লুৎফুল কবির উপস্থিত ছিলেন।
এতে অন্যান্যের মাঝে ব্র্যাক জেলা সমন্বয়কারী ফারহানা মিল্কী, জেলা ব্যবস্থাপক সেলপ বিদ্যুৎ কুমার নন্দী, স্বপ্ন সারথি দলের সদস্যগন, বিভিন্ন সরকারী দপ্তরের প্রতিনিধি গন, এনজিও প্রতিনিধি, শিক্ষার্থী, বিএনসিসি, রোভার স্কাউটসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।