রাঙামাটি জেলা শহরের পলওয়েল পার্ক মাল্টিপারপাস শেডে রাঙামাটি জেলা পুলিশ কর্তৃক রাঙামাটি জেলা প্রশাসক ও ডিজিএফআই এর কর্নেল জিএস এর বদলি উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাঙামাটি জেলা পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদায়ী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এবং ডিজিএফআই এর জিএস কর্নেল মো.আনোয়ারুল ইসলাম। এসময় আগত অতিথিবৃন্দ বিদায়ী অতিথিগণের রাঙামাটি পার্বত্য জেলায় কর্মকালীন সময়ের বর্ণাঢ্য পেশাগত জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন। যার পরিপ্রেক্ষিতে বিদায়ী অতিথির সফল কর্মময় জীবন ফুটে উঠে। কর্মময় জীবনে বিদায়ী অতিথিগণ সৎ,দক্ষ,গুণী ও মানবিক কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। রাঙামাটিবাসীর কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন গুনী এই কর্মকর্তারা। অনুষ্ঠানে বিদায়ী অতিথিদের রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় রাঙামাটি ১১ ইবি সদর জোন কমান্ডার লেঃ কর্নেল এরশাদ হোসেন চৌধুরী,ডিজিএফআই এর নবাগত জিএস (ভারপ্রাপ্ত) লেঃ কর্নেল মিরাজ হায়দার চৌধুরী, পিএসসি,এনএসআই এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মাসুদ হোসেন এবং রাঙামাটি জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন……….✍️