নিজস্ব প্রতিবেদক(গিরি সংবাদ)-২৯নভেম্বর-২৪ ইং
রাঙ্গামাটি পার্বত্য জেলায় নতুন নারী জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (২৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাঙ্গামাটিতে নিয়োগ পাওয়া নতুন জেলা প্রশাসকের ইশরাত ফারজানা। তিনি রাঙ্গামাটি জেলায় এই প্রথম নারী জেলা প্রশাসক।
তিনি ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছিলেন। তাকে সেখান থেকে বদলি করে রাঙ্গামাটি জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ হাবিব উল্লাহকে ঠাকুরগাঁয়ের নতুন ডিসি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উপ-সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারে নিম্নে বর্ণিত কর্মকর্তাদ্বয়কে তাদের নামের পাশে বর্ণিত জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট পদে বদলি/পদায়ন করা হলো।
সরকারের উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়। জেলা পর্যায়ে ডিসি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন।#