Logo
শিরোনাম :
প্রাথমিক ভাবে দেশের চারটি নোটের নকশায় আসছে পরিবর্তন। বাঘাইছড়িতে কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাঙ্গামাটিতে পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা : ৫৬,৫০০ টাকা উদ্ধার সহ ১জন গ্রেফতার। রাঙ্গামাটিতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি’র আগমনে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। দেশের সর্বত্রই অনিয়ম থাকলেও, তবে পার্বত্য এলাকায় তা একটু বেশি- ড. ইউনূস শেরপুরে পালিত হল আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ আয়ান শর্মার বিরুদ্ধে আবারও মামলা : তীব্র প্রতিবাদ বিএসসি’র। চন্দনাইশ জোয়ারা মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা আমিনুর রহমানের ইন্তেকাল খেজুরের তৈরি কোমল পানীয় বাজারে আনলো সৌদিআরব ছাত্রলীগ নেতাকে না পেয়ে নামাজরত মাকে কূপিয়ে হত্যা করল দূর্বৃত্তরা।

রাঙ্গামাটিতে আইনজীবীদের মানববন্ধন।

মোকাদ্দেম সাইফ(গিরি সংবাদ)রাঙ্গামাটি / ২৩ বার দেখা হয়েছে
শেষ আপডেট : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ সন্ত্রাসী কর্তৃক হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন করেছে রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতি।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা জজ আদালতের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো.রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাজিব চাকমা।অ্যাডভোকেট প্রতিম রায় পাম্পু পাবলিক প্রসিকিউটর, অ্যাডভোকেট মোক্তার আহমেদ সাবেক সভাপতি আইনজীবী সমিতি,সরকারি কৌসুলি( জেলা জজ আদালত) অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, এডভোকেট ফরহাদ চৌধুরী প্রমুখ সহ আইনজীবী সমিতির সদস্যবৃন্দ।

মানববন্ধনে বক্তারা-অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকান্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের কে দ্রুত আইনের আওতায় আনার জোড় দাবি জানায়। অন্যথায় বাংলাদেশের সকল আইনজীবীরা একত্রিত হয়ে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। আদালত প্রাঙ্গণে একজন আইনজীবী হত্যাকান্ডের শিকার হওয়া এটা নজিরবিহীন, সারা বাংলাদেশের আদালত প্রাঙ্গণের নিরাপত্তা বৃদ্ধি করতে হবে বলেও বক্তারা দাবী জানান।

উল্লেখ্য গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে সন্ত্রাসীদের হামলায় নির্মমভাবে নিহত হয় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা দেশে প্রতিবাদের ঝড় উঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ
Theme Created By Web Themes BD.Com