মুহাম্মদ কামাল উদ্দিন(গিরি সংবাদ)রাঙ্গামাটি।
পর্যটন নগরী রুপেররানী রাঙ্গামাটিতে আগত পর্যটকদের প্রধানতম মৌলিক চাহিদা,আবাসন ব্যবস্থাপনার মালিকদের সমন্বয়ে গঠিত রাঙ্গামাটি আবাসিক হোটেল সমিতি লিমিটেড এর অংশীজন,সমিতির সদসদের প্রথম সরাসরি স্বাধীন মতামতের মাধ্যমে নিজের পছন্দের যোগ্য ব্যাক্তিকে সরাসরি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট প্রয়োগ করে গত ২০নভেম্বর-রোজ বৃহস্পতিবার রাঙ্গামাটি আবাসিক হোটেল সমিতি লিমিটেড এর ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৪ অনুষ্টিত হয়েছে ।
এতে মোট সমিতির ৪৮ জন সদস্য সুন্দর শান্তিপূর্ন পরিবেশে সদস্যদের আস্থাভাজন পছন্দজনকে এই প্রথমবারের মত ভোটপ্রয়োগ করে সমিতির আগামী তিন বছরের জন্য যোগ্য নেতৃত্ব নির্বাচন করেছেন।
১৯৯০ সালে রাঙ্গামাটি হোটেল মালিক সমিতি গঠিত হওয়ার পর থেকে এ সংগঠনের নেতৃত্ব মনোনয়নের মাধ্যমে নির্বাচিত করে আসছিল সুদীর্ঘকাল। নানান জল্পনা-কল্পনা আর শত উৎকন্ঠার মাঝে শতস্পূর্ত ভাবে এবারই প্রথম বহুল আলোচিত-সমালোচিত ও সকলের সমাদৃত রাঙ্গামাটি আবাসিক হোটেল সমিতি লিমিটেড ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৪খ্রীঃ নিজেদের স্বাধীন মতপ্রকাশের মাধ্যমে তাদের আগামী দিনের যোগ্য নেতৃত্ব বেচে নিলেন গনতান্ত্রিক প্রক্রিয়ায়।
এ নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদক পদে মূলতঃ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারে নির্বাচনে সভাপতি পদে তিনজন,সাধারণ সম্পাদক পদে ২জন প্রতিদ্বন্দিতা করেন।
সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করেন,তিনবারের সমিতির সভাপতির দ্বায়িত্বপালনকারী হোটেল ড্রীম এর সত্বাধিকারী দীপংকর দেওয়ান। তার নির্বাচনি প্রতিক দেওয়াল ঘড়ি। প্রাপ্ত ভোট-৬,সাইফুল ইসলাম,সত্বাধিকারী-হোটেল সুফিয়া,প্রতিক-মোটর সাইকেল,প্রাপ্ত ভোট-৬ ।
মোস্তফা কামাল উদ্দীন,সত্বাধিকারী-হোটেল ড্রীম ওয়ে,বাজার চৌধুরী আপার রাঙ্গামাটি। নির্বাচনি প্রতিক-ছাতা,প্রাপ্তভোট-৩৬(বিজয়ী)। অপরদিকে সাধারণ সম্পাদক পদে নিয়াজ আহমেদ,সত্বাধিকারী-হোটেল স্কয়ার,নির্বাচনী প্রতিক- গোলাপফুল,প্রাপ্তভোট-১৬,ও ইউছুফ চৌধুরী,সত্
সর্বশেষে রাঙ্গামাটি আবাসিক হোটেল সমিতি লিমিটেড-২০২৪খ্রীঃ এর নির্বাচন পরিচালনা কমিশনের ফলাফলে চুড়ান্ত ঘোযানায় মোস্তফা কামাল উদ্দীন,সত্বাধিকারী-হোটেল ড্রীম ওয়ে,বাজার চৌধুরী আপার রাঙ্গামাটির ছাতা মার্কায় ৩৬ভোট পেয়ে সভাপতি ও জনাব ইউছুফ চৌধুরী,আনারস প্রতিক নিয়ে সর্বাধিক ৩২ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
রাঙ্গামাটি জেলার অভিজাত শ্রেনীর ঐতিহ্যবাহী রাঙ্গামাটি আবাসিক হোটেল সমিতি লিমিটেডের বহুল কাঙ্কিত-প্রতিক্ষিত এই ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৪ এর নির্বাচনী পরিচালনা কমিশনে দ্বায়িত্বে ছিলেন,প্রধান নির্বাচনী কর্মকর্তা নিজাম উদ্দিন কোম্পানী,সহকারী প্রধান শফিউল আজম,সত্বাধিকারী-হোটেল মতিমহল,কবি হাসান মন্জু,সত্বাধিকারী-হোটেল লেক সিটি,আরিফুল ইসলাম মানিক,সত্বাধিকারী- হোটেল মাউনটেন ভিউ প্রমূখ। #