Logo
শিরোনাম :
প্রাথমিক ভাবে দেশের চারটি নোটের নকশায় আসছে পরিবর্তন। বাঘাইছড়িতে কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাঙ্গামাটিতে পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা : ৫৬,৫০০ টাকা উদ্ধার সহ ১জন গ্রেফতার। রাঙ্গামাটিতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি’র আগমনে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। দেশের সর্বত্রই অনিয়ম থাকলেও, তবে পার্বত্য এলাকায় তা একটু বেশি- ড. ইউনূস শেরপুরে পালিত হল আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ আয়ান শর্মার বিরুদ্ধে আবারও মামলা : তীব্র প্রতিবাদ বিএসসি’র। চন্দনাইশ জোয়ারা মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা আমিনুর রহমানের ইন্তেকাল খেজুরের তৈরি কোমল পানীয় বাজারে আনলো সৌদিআরব ছাত্রলীগ নেতাকে না পেয়ে নামাজরত মাকে কূপিয়ে হত্যা করল দূর্বৃত্তরা।

নবনিযুক্ত জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশীদ ও হাবীব আজমকে লংগদুবাসীর সংবর্ধনা

প্রতিবেদকের নাম / ১৯ বার দেখা হয়েছে
শেষ আপডেট : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক(গিরি সংবাদ) লংগদু।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশীদ ও মোঃ হাবীব আজম কে লংগদু উপজেলার সর্বস্তরের জনসাধারণের পক্ষ হতে সংবর্ধনা প্রদান করা হয়।
রবিবার ২৪ নভেম্বর লংগদু পাবলিক লাইব্রেরী মিলনায়তনে লংগদু সরকারী মডেল কলেজের প্রভাষক মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে ও মোঃ আনিছুর রহমানের সঞ্চালনায় এ সংর্বধনা অনুষ্ঠিত হয়।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নবনিযুক্ত সদস্য লংগদু উপজেলার কৃতি সন্তান মোঃ মিনহাজ মুরশীদ, (লংগদু উপজেলা সদস্য) ও মোঃ হাবিব আজম (রাঙ্গামাটি সদর উপজেলা)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর লংগদু উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপজেলা সাধারন সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল হালিম, যুবদলের আহবায়ক মোঃ জানে আলম, ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লংগদু প্রোজেক্ট কো-অর্ডিনেটর মোঃ সাইফুল ইসলাম।,মাইনীমুখ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফেরদৌস আলম, গাঁথাছড়া বায়তুশশরফ মাদ্রাসা কমপ্লেক্সের সুপার মাওলানা ফোরকান আহমেদ, ও  মাইনীমুখ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক  রফিকুন্নেছা।
এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্রদলের উপজেলা সভাপতি মোঃ রায়হান, ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি শাহেদ আলম ইমন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের লংগদু উপজেলা সভাপতি সুমন তালুকদার প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত সদস্য মিনহাজ মুরশীদ বলেন, আজকে উৎসবমুখর পরিবেশে আমাকে যেভাবে সংবর্ধনা দিয়েছেন,তাতে আমি অভিভূত। আমরা আর পিছিয়ে থাকতে চাই না, আমাদেরকে এগিয়ে যেতে হবে বহুদুর। আমাদের সকলকে এলাকার উন্নতির জন্য একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমাজ, জাতি ও দেশের জন্য কাজ করে যেতে হবে। আমাদেরকে প্রকৃত ও সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে, শিক্ষা ছাড়া কোন জাতির উন্নতি অসম্ভব। জ্ঞানে-গুণে মহিমায় আমাদেরকে অবশ্যই উন্নত জাতির সাথে প্রতিযোগিতায় তালে তাল মিলিয়ে চলতে হবে।
জেলা পরিষদের অন্যতম সদস্য মোঃ হাবীব আজম বলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার মধ্যে অন্যতম একটি উপজেলা লংগদু। এই লংগদু উপজেলার উন্নতি ও সমৃদ্ধি করতে সকলকে একযোগে কাজ করতে হবে। আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় অত্র অঞ্চলের উন্নতি করতে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব। আগামী দিনের লংগদু হবে পার্বত্য অঞ্চলের মডেল।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন স্বৈরাচার
মুক্ত এই দেশে এখন আর কোন বৈষম্য যেন না থাকে, স্বৈরাচার যেন আর কেউ না হয়ে উঠতে পারে সেজন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে। আমাদের লংগদুর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বিশেষ করে লংগদু হতে নানিয়ারচর হয়ে রাঙ্গামাটি যাতায়াতের একমাত্র সড়কপথের কাজ সম্পন্ন করার ব্যবস্থা করতে হবে, কাচালং নদী খননের ব্যবস্থা করতে হবে। উপজেলার মানুষের প্রাণের দাবি পুরনে সর্বোচ্চ প্রচেষ্টা করতে হবে। এবং স্বৈরাচারী সরকার থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যত কর্মকান্ড ও পদক্ষেপ চালানোর আহবান জানান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ
Theme Created By Web Themes BD.Com