Logo
শিরোনাম :
রাঙ্গামাটির মানিকছড়িতে যৌথ উদ্যোগে ঈদ উপহার বিতরণ আসছে ঈদের ছুটি হতে পারে ৯ দিন পার্বত্য উদ্যোক্তাদের পাশে থাকবো- অঙ্গিকার বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার রাঙ্গামাটিতে ২০০ পাহাড়বাসীর মাঝে সেনাবাহিনীর ইফতার ও ঈদ শুভেচ্ছা সামগ্রী বিতরণ দলবাজ সাংবাদিক যখন পল্টিবাজির ওস্তাদ ! বাফুফে, বিসিবি সদস্যদের নিয়ে বরিশাল স্পোর্টিং ক্লাবের ইফতার দোয়া-মাহফিল অনুষ্ঠিত। কাপ্তাই হ্রদে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাঙামাটিতে ১৫ মার্চ,ভিটামিন ”এ” ক্যাপসুল পাবে ৮৫ হাজার শিশু সাজেকে আগুনে ক্ষতিগ্রস্ত স্থানীয় লুসাই ও ত্রিপুরা পরিবারের পাশে – বিজিবি নালিতাবাড়ীতে চেক ছিনতাই ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাঙ্গামাটিতে সাফ ফুটবল বিজয়ী পাহাড়ের তিন বীরকন্যাকে রাজকীয় সংবর্ধনা

প্রতিবেদকের নাম / ১১৬ বার দেখা হয়েছে
শেষ আপডেট : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

মুহাম্মদ কামাল (গিরি টিভি), রাঙ্গামাটি।

উইমেন’স সাফ চ্যাম্পিয়ন বিজয়ী পাহাড়ের জাতীয় বীরকন্যা দক্ষিণ এশিয়ার ফুটবলের বড় আসর সার্ফ মহিলা ফুটবল টুর্ণামেন্ট ২০২৪, বিজয়ী মহিলা জাতীয় দলের পাহাড়ের তিন কন্যা রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা   ও দেশের ১ম আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে  মহিলা রেফারী হিসেবে খ্যাতি অর্জনকারী,আরেক পাহাড়ী বীরকন্যা জয়া চাকমাদের জাঁকজমকপূর্ণ ভাবে সংবর্ধনা দিল পাহাড়ের সর্বোস্থরের মানুষ। রাঙ্গামাটি জেলা প্রসাশনের আয়োজনে এক সম্বর্ধনা অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করলেন আজ। জেলা প্রসাশক মোশারফ হোসেন খান, সকাল ১১টায় রাঙ্গামাটি শহরের চিং হ্লা মং মারী স্টেডিয়ামে বাধ্যযন্ত্র বাজিয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করলেন মনিকাদের।  স্টেডিয়ামের মাঠে এক বিশাল জনসমাবেশের মাধ্যমে মুহু মুহু করতালিতে স্কুল কলেজ ও সূধীজনদের ভালবাসার পুষ্পডালির  ছিটানো পুষ্পকলিতে বরণ করেছেন উপস্হিত ভক্ত অনুরাগী সহ ফুটপ্রিয় জেলাবাসী।
এ অনুষ্টানে জেলার সরকারী,বেসরকারী কর্মকর্তা-কর্মচারি, এনজিও, বিভিন্ন সামাজি – সাংস্কৃতিক,সেচ্ছাসেবীদল, জাতীয়তাবাূি যুবদলের জেলা,পৌর,শহর শাখার নেতৃবৃন্দ সহ সমাজে সকল শ্রেনীর মানুষের ছিল বাধঁভাঙ্গা জোয়ার।
রাঙ্গামাটি জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে  শনিবার  রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে তিন কৃতী ফুটবলারকে সংবর্ধনা দেওয়া হয়।
কাউখালীর ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে সুসজ্জিত ট্রাকে করে সাফজয়ী ঋতুপর্ণা, মনিকা ও রূপনাদের নিয়ে মোটর শোভাযাত্রা যোগে রাঙ্গামাটি  শহর প্রদক্ষিন করে  মারী স্টেডিয়ামে নিয়ে আসা হয় ।
তিন কৃতী ফুটবলারকে রাঙ্গামাটি জেলা প্রশাসন,  রাঙ্গামাটি  সেনা রিজিয়ন পার্বত্য  জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড, জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে  একলক্ষ টাকা করে ও রাঙ্গামাটি পৌরসভা  ৫০ হাজার টাকার চেক প্রদান করে । রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান সহ অন্যন্যরা উত্তরীয় পরিয়ে সন্মানাী চেক, ক্রেস্ট উপহার সামগ্রী তুলে দেন তিন পার্বত্যকন্যাদের।
পরে রাঙ্গামাটির  বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন সহ জেলা সর্বোস্থরের সাধারণ মানুষের  পক্ষ থেকে ফুলেল শুভেচছা ও সম্মান প্রদান করা হয় । এ ছাড়াও  ফিফার রেফারি ও রাঙ্গামাটির কৃতী সন্তান জয়া চাকমাকে সম্মাননা জানানো হয়। ।
৩০ অক্টোবর নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখে বাংলাদেশ নারী ফুটবল দল। ফাইনাল ম্যাচে দেশের হয়ে আলো ছড়ান পাহাড়ের বীর তিন কন্যা রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ
Theme Created By Web Themes BD.Com