মুহাম্মদ কামাল (গিরি টিভি), রাঙ্গামাটি।
উইমেন’স সাফ চ্যাম্পিয়ন বিজয়ী পাহাড়ের জাতীয় বীরকন্যা দক্ষিণ এশিয়ার ফুটবলের বড় আসর সার্ফ মহিলা ফুটবল টুর্ণামেন্ট ২০২৪, বিজয়ী মহিলা জাতীয় দলের পাহাড়ের তিন কন্যা রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা ও দেশের ১ম আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে মহিলা রেফারী হিসেবে খ্যাতি অর্জনকারী,আরেক পাহাড়ী বীরকন্যা জয়া চাকমাদের জাঁকজমকপূর্ণ ভাবে সংবর্ধনা দিল পাহাড়ের সর্বোস্থরের মানুষ। রাঙ্গামাটি জেলা প্রসাশনের আয়োজনে এক সম্বর্ধনা অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করলেন আজ। জেলা প্রসাশক মোশারফ হোসেন খান, সকাল ১১টায় রাঙ্গামাটি শহরের চিং হ্লা মং মারী স্টেডিয়ামে বাধ্যযন্ত্র বাজিয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করলেন মনিকাদের। স্টেডিয়ামের মাঠে এক বিশাল জনসমাবেশের মাধ্যমে মুহু মুহু করতালিতে স্কুল কলেজ ও সূধীজনদের ভালবাসার পুষ্পডালির ছিটানো পুষ্পকলিতে বরণ করেছেন উপস্হিত ভক্ত অনুরাগী সহ ফুটপ্রিয় জেলাবাসী।
এ অনুষ্টানে জেলার সরকারী,বেসরকারী কর্মকর্তা-কর্মচারি, এনজিও, বিভিন্ন সামাজি – সাংস্কৃতিক,সেচ্ছাসেবীদল, জাতীয়তাবাূি যুবদলের জেলা,পৌর,শহর শাখার নেতৃবৃন্দ সহ সমাজে সকল শ্রেনীর মানুষের ছিল বাধঁভাঙ্গা জোয়ার।
রাঙ্গামাটি জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে শনিবার রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে তিন কৃতী ফুটবলারকে সংবর্ধনা দেওয়া হয়।
কাউখালীর ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে সুসজ্জিত ট্রাকে করে সাফজয়ী ঋতুপর্ণা, মনিকা ও রূপনাদের নিয়ে মোটর শোভাযাত্রা যোগে রাঙ্গামাটি শহর প্রদক্ষিন করে মারী স্টেডিয়ামে নিয়ে আসা হয় ।
তিন কৃতী ফুটবলারকে রাঙ্গামাটি জেলা প্রশাসন, রাঙ্গামাটি সেনা রিজিয়ন পার্বত্য জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড, জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে একলক্ষ টাকা করে ও রাঙ্গামাটি পৌরসভা ৫০ হাজার টাকার চেক প্রদান করে । রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান সহ অন্যন্যরা উত্তরীয় পরিয়ে সন্মানাী চেক, ক্রেস্ট উপহার সামগ্রী তুলে দেন তিন পার্বত্যকন্যাদের।
পরে রাঙ্গামাটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন সহ জেলা সর্বোস্থরের সাধারণ মানুষের পক্ষ থেকে ফুলেল শুভেচছা ও সম্মান প্রদান করা হয় । এ ছাড়াও ফিফার রেফারি ও রাঙ্গামাটির কৃতী সন্তান জয়া চাকমাকে সম্মাননা জানানো হয়। ।
৩০ অক্টোবর নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখে বাংলাদেশ নারী ফুটবল দল। ফাইনাল ম্যাচে দেশের হয়ে আলো ছড়ান পাহাড়ের বীর তিন কন্যা রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা। #