রাঙামাটিতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম’র পরিচালনা পরিষদের তিন বছর মেয়াদী ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি গত ২৭ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের মাধ্যমে লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম’র পরিচালনা পরিষদের কমিটির নির্বাচনে সভাপতি পদে কুশল চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে দেবাশীষ পালিত রাজা কে নির্বাচিত হয়।
এছাড়াও কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, অর্থ সম্পাদক পদে ডেন্টিস্ট রনজিত কুমার ধর ও সাংগঠনিক সম্পাদক পদে উত্তম কুমার আচার্য প্রমুখ।
সাধারণ সভায় লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম’র সংগঠনের প্রধান উপদেষ্টা মাধব চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি শিক্ষক অরূপ মুৎসুদ্দি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আহবায়ক অমলেন্দু হাওলাদার, যুগ্ম আহবায়ক পঞ্চানন ভট্টাচার্য, রনজিত নাথ, আশীষ দাশ সহ অন্যান্য উপদেষ্টাবৃন্দ এবং গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে গত ০২ নভেম্বর লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম’র কমিটি গঠন পরবর্তী সংগঠনের নব নির্বাচিত সভাপতি কুশল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেবাশীষ রাজা পালিতের সঞ্চালনায় পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সংগঠনের সভাপতি বাবু কুশল চৌধুরীর ৫১ সদস্য বিশিষ্ট শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম পরিচালনা পরিষদে সদস্যদের একে একে সকলের নাম ঘোষণা করে পরিচয় করিয়ে দেন।
উক্ত পরিচিতি সভায় সংগঠনের উপদেষ্টা বাবু কৃষ্ণ চক্রবর্তী (অবঃ শিক্ষক), স্বপন বিশ্বাস (অবঃ শিক্ষক), স্বপন কান্তি দে, বাবু সত্য নন্দী (অবঃ প্রধান শিক্ষক), দয়াল চন্দ্র দে (অবঃশিক্ষক), শম্ভু কান্তি দে সহ অন্যান্য অতিথিবৃন্দ ও সংগঠনের নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম’র পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা মাধব চক্রবর্তী তিন বছর মেয়াদী এই ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন।