Logo
শিরোনাম :
প্রাথমিক ভাবে দেশের চারটি নোটের নকশায় আসছে পরিবর্তন। বাঘাইছড়িতে কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাঙ্গামাটিতে পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা : ৫৬,৫০০ টাকা উদ্ধার সহ ১জন গ্রেফতার। রাঙ্গামাটিতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি’র আগমনে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। দেশের সর্বত্রই অনিয়ম থাকলেও, তবে পার্বত্য এলাকায় তা একটু বেশি- ড. ইউনূস শেরপুরে পালিত হল আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ আয়ান শর্মার বিরুদ্ধে আবারও মামলা : তীব্র প্রতিবাদ বিএসসি’র। চন্দনাইশ জোয়ারা মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা আমিনুর রহমানের ইন্তেকাল খেজুরের তৈরি কোমল পানীয় বাজারে আনলো সৌদিআরব ছাত্রলীগ নেতাকে না পেয়ে নামাজরত মাকে কূপিয়ে হত্যা করল দূর্বৃত্তরা।

বঞ্চিত’ ৪ উপজলোর প্রতিনিধি অর্ন্তভুক্তির দাবিতে প্রধান উপদষ্টোকে স্মারকলপিি

রাঙামাটি প্রতিনিধি ( গিরি সংবাদ) / ১৫ বার দেখা হয়েছে
শেষ আপডেট : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

রাঙ্গামাটি র্পাবত্য জেলা পরিষদ পুর্নগঠনে রাঙামাটির ৪ উপজলো থকেে কোনো প্রতিনিধি না রাখায় কাউখালী, জুরাছড়ি বরকল ও রাজস্থলী থকেে অর্ন্তভুক্তরি দাবি জানানো হয়ছে।ে বুধবার (২০ নভম্বের) বলো ১১টায় রাঙামাটি জেলাপ্রশাসক মোহাম্মদ মোশারফ হোসনে খানের মাধ্যমে অর্ন্তর্বতীসরকারের প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি পেশ করা হয়।

এসময় জেলাপ্রশাসকরে কাছে স্মারকলিপি পেশ করেন রাঙামাটি জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকটে রাজীব চাকমা, উন্নয়ন ও সমাজকর্মী জসিম উদ্দীন, বরকলের বাসিন্দা পুলিন বিহারী চাকমা, কাউখালীর বাসিন্দা মো. তারা মিয়া,রাজস্থলীর রণজিৎ তঞ্চঙ্গ্যা প্রমুখ। স্মারকলিপিতে প্রচলতি ‘রেওয়াজ লঙ্ঘন’ করে এবার ১৫ সদস্য বিশিষ্ট পুর্নগঠিত পার্বত্য জেলা পরিষদ রাঙামাটির দূর্গম, অনগ্রসর, পশ্চাৎপদ ও সুবিধাবঞ্চিত চার উপজলো থকেে সদস্য রাখা দাবি জানানো হয়ছে।

  • স্মারকলিপি পেশকারী নেতৃবৃন্দ বলনে, রাঙামাটি জলোর ছয়টি উপজলো থকেে ১৫ জন প্রতিনিধি মনোনীত করা হয়ছে,অথচ ৪ উপজলো থকেে একজনও প্রতিনিধি নাই। এতে করে ৪ উপজলোর বাসিন্দাদের বঞ্চিত, অবহেলিত ও বিমমাতাসূলভ আচরণ করা হয়েছে। জেলা পরষিদ পুর্নগঠনে র্পাবত্য উপদেষ্টার স্বেচ্ছচারিতা, পক্ষপাতিত্ব, স্বজনপ্রীতি সূচক মানসকিতা প্রকাশ পয়েছে। সদস্য নির্বাচনে রহস্যর্পূণ পদ্ধতিকে আমরা র্দুনীতির ছলাকলার্পূণ, দুরভসন্ধিমূলক এবং এলাকায় শান্তি ও সম্প্রীতির প্রতি প্রচ্ছন্ন হুমকি বলে মনে করছি।
  1. স্মারকলিপিতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার ও সদস্যবৃন্দ ,ও সদস্য দেবপ্রসাদ দেওয়ান ছাড়া বাকি ১৩ সদস্যের বিরুদ্ধে নানান অভিযোগ তোলা হয়েছে। অনেকের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী, দলীয় পদবী, হত্যা মামলার এজাহারভুক্ত আসামী,  র্পাবত্য উপদেষ্টার সঙ্গে সখ্যতা, সাবেক সহর্কমী ও সর্ম্পকে দেবর-ভাবিকে,কই পরিষদে সদস্য মনোনীত করার অভিযোগ তোলা হয়েছে। পরিষদ গঠন করে র্পাবত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। পুর্নগাঠতি পরিষদ সদস্যদরে নাম প্রকাশরে পর থকেইে আপত্তি উঠছে। চেয়ারম্যান-সদস্যদরে দায়ত্বি গ্রহণের দিনই পরিষদের প্রধান ফটকের সামনইে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা।#

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ
Theme Created By Web Themes BD.Com