এম.নাজিম উদ্দিন,রাঙামাটি।
পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক চর্চায় আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন রাঙামাটি জেলা পার্বত্য পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। তিনি বলেন,পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে আমাদেরকে এই কাজ করতে হবে। তার জন্য রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ বিভিন্ন জাতি গোষ্ঠীর সাংস্কৃতিক সংস্থাগুলোকে কাজে লাগিয়ে এই কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান।
মঙ্গলবার ১২ মার্চ রাঙামাটি জেলা পরিষদ মিনি হল রুমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে পার্বত্য চট্টগ্রাম বিভিন্ন জাতি গোষ্ঠীর সাংস্কৃতিক অনুদানের চেক বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম,রাঙামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া,রাঙামাটি জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা,জেলা পরিষদ সদস্য নিউচিং মারমা,পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে রাঙামাটি জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নয়টি সংগঠনের ১৩ লক্ষ টাকা অনুদান বিতরণ করা হয়.