এম.নাজিম উদ্দিন,রাঙামাটিঃ-
রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত শ্রেষ্ঠ ইমাম নির্বাচন প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়। বুধবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন মসজিদের ইমামগণ।
উক্ত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন রাঙামাটি পার্বত্য জেলা পুলিশে কর্মরত পুলিশ সদস্য এবং নিউ পুলিশ লাইন্স জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল ওয়াদুদ এবং দ্বিতীয় স্থান অর্জন করেন রাঙামাটি পার্বত্য জেলা পুলিশে কর্মরত সদস্য এবং কাউখালী থানা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান। প্রতিযোগিতায় প্রথম এবং দ্বিতীয় স্থান অর্জনকারী পুলিশ সদস্যদের রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপারের কার্যালয়ে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ,বিপিএম (বার)।