এম.নাজিমউদ্দিন,রাঙামাটিঃ-
রাঙামাটি অফিসার্স ক্লাব ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শীতকালীন ব্যাডমিন্টন টুনামেন্ট বৃহস্পতিবার ২২ফেব্রুয়ারী জিমনেসিয়ামে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান।
সদর উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান নাসরিন ইসলামসহ উপজেলার বিভিন্ন বিভাগের প্রধানগণ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশ নেন।